Ajker Patrika

৮০০ পরিবার পেল কম্বল ও খাদ্যসামগ্রী

কয়রা প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬: ২৮
৮০০ পরিবার পেল কম্বল ও খাদ্যসামগ্রী

তিক দুর্যোগে বিশেষ করে বাঁধ ভেঙে প্লাবিত হয়ে ঘরবাড়ি হারিয়ে উপকূল ছাড়ছেন কয়রার অনেক মানুষ। এখানে বেড়েছে কর্মহীন ও অসহায় মানুষের সংখ্যা। কয়রার এ সব দুস্থ, অসহায়, কর্মহীন ও শীতার্ত মানুষের মনে একটু হাসি ফোটাতে ৮০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টায় কাতারভিত্তিক সংগঠন এসএসটিএস বাংলাদেশ- এর আর্থিক সহযোগিতায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অসহায় দুস্থ ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও শীতার্ত ২০০ বৃদ্ধের মাঝে কম্বল বিতরণ করা হয় ৷

এ ছাড়া গত রোববার উপজেলার সদর ও উত্তর বেদকাশি ইউনিয়নের অসহায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও শীতার্ত ২০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণে মধ্যে রয়েছে চাল ১৫ কেজি, ডাল ২ কেজি, আলু ৩ কেজি, চিনি ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, তেল ২ কেজি ও লবণ ২ কেজি। এ সময় উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য নূর ইসলাম খোকা, মো. জামাল উদ্দিন, মোহ আব্দুল মালেক, মো. ইলিয়াস হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...