Ajker Patrika

জাতির পিতা ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১২: ২৪
জাতির পিতা ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জাতির পিতা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। গত বৃহস্পতিবার বিকেলে আনন্দমোহন কলেজ আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র টিটু আরও বলেন, জাতির পিতার নেতৃত্বে, ত্যাগে, আমরা যে বাংলাদেশ পেয়েছি আজ তার ৫০ বছর পূর্ণ হলো। বিজয়ের এই সুবর্ণজয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। দেশব্যাপী মেগা প্রকল্পসহ নানা উন্নয়নকাজ বাস্তবায়িত হচ্ছে। এসব সম্ভব হয়েছে কারণ দেশ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে জাতির পিতা ও মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এ অব্যাহত রাখতে এ চেতনাকে সবার মধ্যে আরও ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত