Ajker Patrika

সৈয়দপুরে পাঁচ ইউপিতে ২৪ জামায়াত প্রার্থী

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ০৩
সৈয়দপুরে পাঁচ ইউপিতে ২৪ জামায়াত প্রার্থী

নীলফামারীর সৈয়দপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর দুই জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বুধবার তাঁরা উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থী দুই জন হলেন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে খয়রাত হোসেন বসুনিয়া এবং কামারপুকুর ইউনিয়নে মাজহারুল ইসলাম।

তাঁরা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য। তাঁদের সঙ্গে উপজেলার ৫টি ইউনিয়নে জামায়াত সমর্থিত ১৭ জন সাধারণ সদস্য ও ৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মনোনয়ন জমা দেন।

এর আগে সকালে নিজ নিজ ইউনিয়ন থেকে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাসহ উপজেলা চত্বরে উপস্থিত হন প্রার্থীরা। পরে সম্মিলিতভাবে জামায়াত নেতা-কর্মীদের উপস্থিতিতে এক এক করে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের শুরা সদস্য ও সৈয়দপুর শহরের সাবেক আমির মাওলানা আব্দুস ছামাদ আজাদ, উপজেলা আমির হাফেজ আব্দুল মুনতাকিম, সম্পাদক মাওলানা গওহর আলী, শহর আমির শরফুদ্দিন খান, সম্পাদক মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত