Ajker Patrika

উপাচার্য হলেন অধ্যাপক আলী আকবর

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৪
Thumbnail image

চার বছরের জন্য শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আলী আকবর। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক উপাচার্য। গত বুধবার তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০-এর ধারা ৩১ (১) অনুযায়ী বাকৃবি সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরকে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ করা হলো। আগামী চার বছর তিনি এ পদে থাকবেন। তবে রাষ্ট্রপতি চাইলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ড. আলী আকবর ১৯৫২ সালের ১০ মার্চ বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি বাকৃবির ২৩ তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষকতা জীবন থেকে অবসর নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত