Ajker Patrika

মোরেলগঞ্জে আ.লীগের ১২, বিদ্রোহী ২ জন জয়ী

মোরেলগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪৭
মোরেলগঞ্জে আ.লীগের ১২, বিদ্রোহী ২ জন জয়ী

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪ ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ও ভোটারদের ব্যাপক উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। বিশেষ করে বৃদ্ধ ভোটারদের উপস্থিতি ছিল নজরকাড়া। তবে একাধিক ইউনিয়নে বিক্ষিপ্ত মারপিটের ঘটনা সহ দুটি ইউনিয়নে প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনে ১৪ জনের ১২ জন নৌকা ও বিদ্রোহী প্রার্থী ২ জন বিজয়ী হয়েছে।

নির্বাচনে তেলিগাতী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মোশের্দা আকতার, পঞ্চকরণ ইউনিয়নে নৌকা প্রতীকের আব্দুর রাজ্জাক মজুমদার, পুটিখালী ইউনিয়নে নৌকা প্রতীকের আব্দুর রাজ্জাক শেখ, দৈবজ্ঞহাটি ইউনিয়নে নৌকা প্রতীকের সামসুর রহমান মল্লিক, রামচন্দ্রপুর ইউনিয়নে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান আলিম হাওলাদার, চিংড়াখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের আলী আক্কাস বুলু, হোগলাপাশা ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী ঘোড়া মার্কা প্রতীকের ফরিদুল ইসলাম, বনগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী রিপন দাস, বলইবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী খান, হোগলাবুনিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের মো. আকরামুজ্জামান, বহরবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান টিএম রিপন, জিউধরা ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, বারইখালী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের আউয়াল খান মহারাজ, মোরেলগঞ্জ ইউনিয়নে নৌকার প্রার্থী হ‌ুমায়ূন কবির মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত