Ajker Patrika

নির্বাচন এলে অনেকে অনেক কথা বলেন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৮: ২৪
নির্বাচন এলে অনেকে অনেক কথা বলেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘নির্বাচন আসলে অনেকে অনেক কথা বলেন। কখনো বলেন, আমি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, আবার বলে আমি খালেদা জিয়ার উপদেষ্টায় নাই। ওনাকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে। আবার বলে, আমি বিএনপির না জনগণের। সেই ব্যক্তিটির সম্পর্কে আপনাদের জানতে হবে, বুঝতে হবে।

গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকের নির্বাচনের পক্ষে কর্মিসভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে নানক এসব কথা বলেন।

এ সময় জাহাঙ্গীর কবির নানক নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘সেলিনা হায়াৎ আইভীর বাবা কে ছিলেন, সেটা আপনারা সবাই জানেন। আমরা আপনাদের কাছে হাত জোড় করে ভিক্ষা চাচ্ছি, আগামী নির্বাচনে আইভীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন।’

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মিসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত