Ajker Patrika

ধাক্কাধাক্কি করে ছবি তোলায় মন্ত্রীর ক্ষোভ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ২০: ২৭
ধাক্কাধাক্কি করে ছবি তোলায় মন্ত্রীর ক্ষোভ

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘যার হাতে মোবাইল আছে, সেই এখন সাংবাদিক! মোবাইল থাকলেই সাংবাদিক, আর ডট ডট কম তো আছেই।’

অনুষ্ঠানে শুরুতে মোবাইল হাতে নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালের সংবাদকর্মী ও রাজনৈতিক নেতা-কর্মীরা ধাক্কাধাক্কি করে ছবি তোলেন। এতে মন্ত্রী ক্ষিপ্ত হয়ে এ মন্তব্য করেন।

গতকাল সোমবার বেলা ১১টায় জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র উচ্চবিদ্যালয়ে আইসিটি ও মাল্টিমিডিয়া পাঠদান বিষয়ক প্রশিক্ষণে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।

এ সময় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশকে বদলে দিয়েছে; এখন দেশে কোনো মানুষ না খেয়ে থাকে না। কোনো মানুষ অন্ধকারে থাকে না, দেশ থেকে করোনা পরিস্থিতি বিদায় নিয়েছে। নিত্যপ্রয়োজনীয় দাম বৃদ্ধি বিদায় নিবে। সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে।’

মন্ত্রী আরও বলেন, এক শ্রেণির দুষ্টু কর্মকর্তাদের কারণে অন্যায়ভাবে হয়রানি হচ্ছেন জনসাধারণ। আমরা জানি সেটেলমেন্টে মাঠ জরিপকাজে কিছু অসৎ কর্মকর্তারা একজনের ভূমি আরেকজনের নামে লিখে দেন। এসব আর চলবে না। সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’

সরকার কর্মকর্তাদের বেতন বাড়িয়েছে। যাতায়াতে উন্নতমানের গাড়ি পেয়েছেন তারা। সুতরাং জনগণের সেবায় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে বলে মন্তব্য মন্ত্রীর।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

এদিন বেলা সাড়ে ১২টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোকামপাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজ পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রী কাজের মান ভালো দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম প্রমুখ।

এদিন বিকেলে মন্ত্রী শান্তিগঞ্জ উপজেলার নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত