জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘যার হাতে মোবাইল আছে, সেই এখন সাংবাদিক! মোবাইল থাকলেই সাংবাদিক, আর ডট ডট কম তো আছেই।’
অনুষ্ঠানে শুরুতে মোবাইল হাতে নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালের সংবাদকর্মী ও রাজনৈতিক নেতা-কর্মীরা ধাক্কাধাক্কি করে ছবি তোলেন। এতে মন্ত্রী ক্ষিপ্ত হয়ে এ মন্তব্য করেন।
গতকাল সোমবার বেলা ১১টায় জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র উচ্চবিদ্যালয়ে আইসিটি ও মাল্টিমিডিয়া পাঠদান বিষয়ক প্রশিক্ষণে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।
এ সময় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশকে বদলে দিয়েছে; এখন দেশে কোনো মানুষ না খেয়ে থাকে না। কোনো মানুষ অন্ধকারে থাকে না, দেশ থেকে করোনা পরিস্থিতি বিদায় নিয়েছে। নিত্যপ্রয়োজনীয় দাম বৃদ্ধি বিদায় নিবে। সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে।’
মন্ত্রী আরও বলেন, এক শ্রেণির দুষ্টু কর্মকর্তাদের কারণে অন্যায়ভাবে হয়রানি হচ্ছেন জনসাধারণ। আমরা জানি সেটেলমেন্টে মাঠ জরিপকাজে কিছু অসৎ কর্মকর্তারা একজনের ভূমি আরেকজনের নামে লিখে দেন। এসব আর চলবে না। সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’
সরকার কর্মকর্তাদের বেতন বাড়িয়েছে। যাতায়াতে উন্নতমানের গাড়ি পেয়েছেন তারা। সুতরাং জনগণের সেবায় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে বলে মন্তব্য মন্ত্রীর।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
এদিন বেলা সাড়ে ১২টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোকামপাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজ পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রী কাজের মান ভালো দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম প্রমুখ।
এদিন বিকেলে মন্ত্রী শান্তিগঞ্জ উপজেলার নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘যার হাতে মোবাইল আছে, সেই এখন সাংবাদিক! মোবাইল থাকলেই সাংবাদিক, আর ডট ডট কম তো আছেই।’
অনুষ্ঠানে শুরুতে মোবাইল হাতে নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালের সংবাদকর্মী ও রাজনৈতিক নেতা-কর্মীরা ধাক্কাধাক্কি করে ছবি তোলেন। এতে মন্ত্রী ক্ষিপ্ত হয়ে এ মন্তব্য করেন।
গতকাল সোমবার বেলা ১১টায় জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র উচ্চবিদ্যালয়ে আইসিটি ও মাল্টিমিডিয়া পাঠদান বিষয়ক প্রশিক্ষণে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।
এ সময় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশকে বদলে দিয়েছে; এখন দেশে কোনো মানুষ না খেয়ে থাকে না। কোনো মানুষ অন্ধকারে থাকে না, দেশ থেকে করোনা পরিস্থিতি বিদায় নিয়েছে। নিত্যপ্রয়োজনীয় দাম বৃদ্ধি বিদায় নিবে। সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে।’
মন্ত্রী আরও বলেন, এক শ্রেণির দুষ্টু কর্মকর্তাদের কারণে অন্যায়ভাবে হয়রানি হচ্ছেন জনসাধারণ। আমরা জানি সেটেলমেন্টে মাঠ জরিপকাজে কিছু অসৎ কর্মকর্তারা একজনের ভূমি আরেকজনের নামে লিখে দেন। এসব আর চলবে না। সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’
সরকার কর্মকর্তাদের বেতন বাড়িয়েছে। যাতায়াতে উন্নতমানের গাড়ি পেয়েছেন তারা। সুতরাং জনগণের সেবায় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে বলে মন্তব্য মন্ত্রীর।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
এদিন বেলা সাড়ে ১২টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোকামপাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজ পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রী কাজের মান ভালো দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম প্রমুখ।
এদিন বিকেলে মন্ত্রী শান্তিগঞ্জ উপজেলার নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪