রাজশাহী প্রতিনিধি
যাত্রা শুরুর ১০ বছরে এসে স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষানগরী রাজশাহীর খড়খড়ি এলাকায় প্রায় ৪৩ বিঘা জমির ওপর এখন চলছে বিশাল কর্মযজ্ঞ। কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করে আধুনিক স্থাপত্যশৈলীর সাজানো-গোছানো এক ক্যাম্পাস গড়ে তুলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি। আসছে বছরের শুরুতেই এখানে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ঢাকার বাইরে দেশের আর কোথাও কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এত বড় নিজস্ব ক্যাম্পাস নেই। শিক্ষানগরীতে শিক্ষার্থীদের আরও সুযোগ সৃষ্টি করতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ক্যাম্পাস গড়ে তুলছে। আগামী ২ জুন এই ক্যাম্পাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন।
সমাবর্তন উপলক্ষে গতকাল সোমবার সকালে স্থায়ী ক্যাম্পাসেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন উপাচার্য অধ্যাপক এম ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য আশিক মোসাদ্দেক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পারমিতা জামান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১২ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০২০ সালের স্প্রিং সেমিস্টারে স্নাতক শেষ করা শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। মোট ৩ হাজার ৮৯৩ জন শিক্ষার্থী সমাবর্তনে অংশ নেওয়ার যোগ্য বিবেচিত হয়েছেন।
সমাবর্তনে অংশ নিতে গ্র্যাজুয়েটদের নাম অনলাইনে নিবন্ধন চলছে। ১৮ মে পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদভুক্ত ৯ বিভাগের গ্র্যাজুয়েটদের ডিগ্রি দেবেন। সমাবর্তনে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখা দুই শিক্ষার্থীকে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ এবং ৯ জন শিক্ষার্থীকে ‘ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল’ দেওয়া হবে। সমাবর্তন বক্তা হিসেবে থাকছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সমাবর্তনের মূল আয়োজন শেষে দ্বিতীয় পর্বে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রখ্যাত ব্যান্ড সংগীত দল ওয়ারফেজ সংগীত পরিবেশন করবে। এ ছাড়া সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও ঐশী সংগীত পরিবেশন করবেন। আয়োজন সার্থক করে তোলার জন্য সমাবর্তন প্রস্তুতি কমিটি ও এর ১৮টি উপকমিটি কাজ করছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে মোট ১৬টি প্রোগ্রাম চালু আছে। তিনটি অনুষদে বিভাগ ১১টি। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজারের বেশি থেকেছে। তবে করোনার প্রকোপে শিক্ষার্থী কিছুটা কমেছে। এখন ৪ হাজার ৮১৯ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। শিক্ষক আছেন ২৪৪ জন। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে পরিবহনব্যবস্থা। এখন ৪৩ বিঘা জমির ওপর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ চলছে। তবে কাজ শেষে মোট জমির পরিমাণ হবে ৫৪ বিঘা। আগামী বছরের শুরু থেকেই এখানে শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।
যাত্রা শুরুর ১০ বছরে এসে স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষানগরী রাজশাহীর খড়খড়ি এলাকায় প্রায় ৪৩ বিঘা জমির ওপর এখন চলছে বিশাল কর্মযজ্ঞ। কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করে আধুনিক স্থাপত্যশৈলীর সাজানো-গোছানো এক ক্যাম্পাস গড়ে তুলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি। আসছে বছরের শুরুতেই এখানে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ঢাকার বাইরে দেশের আর কোথাও কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এত বড় নিজস্ব ক্যাম্পাস নেই। শিক্ষানগরীতে শিক্ষার্থীদের আরও সুযোগ সৃষ্টি করতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ক্যাম্পাস গড়ে তুলছে। আগামী ২ জুন এই ক্যাম্পাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন।
সমাবর্তন উপলক্ষে গতকাল সোমবার সকালে স্থায়ী ক্যাম্পাসেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন উপাচার্য অধ্যাপক এম ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য আশিক মোসাদ্দেক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পারমিতা জামান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১২ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০২০ সালের স্প্রিং সেমিস্টারে স্নাতক শেষ করা শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। মোট ৩ হাজার ৮৯৩ জন শিক্ষার্থী সমাবর্তনে অংশ নেওয়ার যোগ্য বিবেচিত হয়েছেন।
সমাবর্তনে অংশ নিতে গ্র্যাজুয়েটদের নাম অনলাইনে নিবন্ধন চলছে। ১৮ মে পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদভুক্ত ৯ বিভাগের গ্র্যাজুয়েটদের ডিগ্রি দেবেন। সমাবর্তনে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখা দুই শিক্ষার্থীকে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ এবং ৯ জন শিক্ষার্থীকে ‘ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল’ দেওয়া হবে। সমাবর্তন বক্তা হিসেবে থাকছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সমাবর্তনের মূল আয়োজন শেষে দ্বিতীয় পর্বে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রখ্যাত ব্যান্ড সংগীত দল ওয়ারফেজ সংগীত পরিবেশন করবে। এ ছাড়া সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও ঐশী সংগীত পরিবেশন করবেন। আয়োজন সার্থক করে তোলার জন্য সমাবর্তন প্রস্তুতি কমিটি ও এর ১৮টি উপকমিটি কাজ করছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে মোট ১৬টি প্রোগ্রাম চালু আছে। তিনটি অনুষদে বিভাগ ১১টি। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজারের বেশি থেকেছে। তবে করোনার প্রকোপে শিক্ষার্থী কিছুটা কমেছে। এখন ৪ হাজার ৮১৯ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। শিক্ষক আছেন ২৪৪ জন। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে পরিবহনব্যবস্থা। এখন ৪৩ বিঘা জমির ওপর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ চলছে। তবে কাজ শেষে মোট জমির পরিমাণ হবে ৫৪ বিঘা। আগামী বছরের শুরু থেকেই এখানে শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫