Ajker Patrika

‘প্রশ্নের আড়ালে’ নিয়ে আসছে স্যাভেজারি

‘প্রশ্নের আড়ালে’ নিয়ে আসছে স্যাভেজারি

তারুণ্যের ব্যান্ড স্যাভেজারি। বাংলা রক গানে নতুনত্ব আনার উদ্দেশ্য নিয়ে ২০১২ সালে যাত্রা শুরু করে। পথচলার এই দীর্ঘ সময়ে স্যাভেজারি হয়ে উঠেছে তরুণ প্রজন্মের অন্যতম পছন্দের ব্যান্ড।

ঈদ উপলক্ষে বিশেষ চমক নিয়ে আসছে ব্যান্ডটি। ‘প্রশ্নের আড়ালে’ নামে নতুন একটি গান নিয়ে কাজ করছে তারা। ব্যান্ডের ম্যানেজার মঈন খান জানিয়েছেন, এরই মধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। ঈদের এক সপ্তাহ পর মিউজিক ভিডিওসহ ডিজিটাল ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশিত হবে গানটি।

এ পর্যন্ত ‘রোগ’ ও ‘প্রায়শ্চিত্ত’ নামে দুটি অ্যালবাম প্রকাশ করেছে স্যাভেজারি। নতুন আরেকটি অ্যালবামের কাজ শুরু করেছে তারা। যেটি এ বছরই প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। এ ছাড়া কনসার্টের ব্যস্ততা তো আছেই। দেশের বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করে যাচ্ছে ব্যান্ডটি। অনেক আয়োজনে হেডলাইনার হিসেবেও নেতৃত্ব দিয়ে আসছে। সম্প্রতি তারা সিলেটে পারফর্ম করেছে হেডব্যাঙ্গার্স প্যারাডাইস কনসার্টে। ডেঙ্গু আক্রান্ত শিশুর চিকিৎসায় সহায়তার জন্য চট্টগ্রামে ‘চট্টরক্স’ কনসার্টেও পারফর্ম করেছে ব্যান্ডটি।

স্যাভেজারির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের পর দেশের বিভিন্ন জেলা শহরে ১০-১২টি কনসার্টে গাইবে তারা। স্যাভেজারি ব্যান্ডে রয়েছেন রেজাউল হাসান খান হিমেল (ভোকাল), মোভি কবির (গিটার), জাহিন রাফিদ (গিটার ও ভোকাল), শাওন হাসান (বেজ) ও আরমান হোসেন শাকিল (ড্রামস)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত