Ajker Patrika

টিকিট পেতে ঢাকায় দৌড়ঝাঁপ জনপ্রতিনিধিশূন্য এলাকা

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১২: ১৬
টিকিট পেতে ঢাকায় দৌড়ঝাঁপ জনপ্রতিনিধিশূন্য এলাকা

জনপ্রতিনিধিশূন্য হয়ে পড়েছে মিঠাপুকুর। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে এবং পাইয়ে দিতে প্রায় সবাই এখন ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে আছেন বর্তমান ১৬ ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান।

ইউপি নির্বাচনের সপ্তম ধাপে মিঠাপুকুরের ১৭ ইউনিয়নে ভোট হবে ৭ ফেব্রুয়ারি। এতে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ জানুয়ারি।

নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের আওয়ামী লীগের টিকিট পাওয়ার জন্য আবেদন সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল গত মঙ্গলবার। এ জন্য নৌকা প্রতীক প্রত্যাশী প্রার্থীরা ঢাকায় গেছেন। তাঁদের মধ্যে ১৬ জন বর্তমান চেয়ারম্যান রয়েছেন। এ ছাড়া নিজেদের সমর্থক প্রার্থীদের মনোনয়ন পাইয়ে দিতে সাংসদ এইচ এন আশিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত ও নারী ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন ঢাকায় অবস্থান করছেন।

মিঠাপুকুর আওয়ামী লীগে দুটি পক্ষ সক্রিয় রয়েছে। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাংসদ আশিকুর। অন্য পক্ষে আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির।

উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান জানিয়েছেন, নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই সাংসদ আশিকুর এলাকায় না এসে ঢাকায় অবস্থান করছেন।

সেই সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তাঁদের অনুসারী প্রার্থীদের দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য ঢাকায় দৌড়ঝাঁপে আছেন। ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত ঢাকায় অবস্থান করার কথা স্বীকার করেছেন।

এ ছাড়া ময়েনপুরের চেয়ারম্যান মাহবুবুল হক, খোঁড়াগাছের চেয়ারম্যান আসাদুজ্জামান, মিলনপুরের চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী ও চেংমারীর চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য ঢাকায় অবস্থানের কথা জানিয়েছেন।

বর্তমান চেয়ারম্যানদের মধ্যে কতজন আওয়ামী লীগের মনোনয়ন পাবেন এবং এ ক্ষেত্রে দুই গ্রুপের কারা এবং কতজন সফল হবেন তা উপজেলায় প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত