Ajker Patrika

কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২৫ টাকা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৬: ২৭
কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২৫ টাকা

সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে পাইকারিতে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২৫ টাকা। দুদিন আগেও প্রতিকেজি কাঁচা মরিচ ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

একইভাবে খুচরাতেও কাঁচা মরিচের দাম কমেছে। আগে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে, কাঁচা মরিচের দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষজন।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা তাহের আলী বলেন, ‘সামনে রমজান, এর আগেই নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের সঙ্গে কাঁচা মরিচের দাম খানিকটা বেড়ে গিয়েছিল। এতে নিম্নআয়ের মানুষজন বিপাকে পড়েন। তবে এখন কাঁচা মরিচের দাম কিছুটা কমতে শুরু করেছে। এতে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।’

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মমিনুল হক বলেন, ‘মৌসুম শেষ হওয়ার কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় দাম বেড়ে গিয়েছিল। এখন নীলফামারী, ডোমারসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচা মরিচ উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে। এতে কমতে শুরু করেছে দাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত