Ajker Patrika

সবুজে ঘেরা দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাস

মো. আশিকুর রহমান
সবুজে ঘেরা দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাস

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুরের মেলান্দহ উপজেলায় অবস্থিত। এটি দেশের ৪৪তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২০১৭ সালের ২৮ নভেম্বর জাতীয় সংসদে আইন পাস হলেও কার্যক্রম শুরু হয় পরের বছর, ২০১৮ সালের ১৯ নভেম্বর উপাচার্য নিয়োগের মাধ্যমে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষেই শিক্ষা-কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয়টি।

জামালপুর জেলা শহরের দেওয়ানপাড়ার বঙ্গবন্ধু আইডিয়াল স্কুলে ভাড়া ভবনে কার্যক্রম শুরু হলেও বর্তমানে রয়েছে সবুজে ঘেরা দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাস; মেলান্দহের মালঞ্চে। এর পাশেই ৫০০ একর ভূমিতে হবে অত্যাধুনিক ক্যাম্পাস। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সমীক্ষা প্রকল্প সম্পন্ন হয়েছে। ডিপিপি একনেকে ওঠার অপেক্ষায়।

বিভাগ ও অনুষদ
এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে পাঁচটি অনুষদের অধীনে ছয়টি বিভাগ। বিভাগগুলো হচ্ছে—বিজ্ঞান অনুষদে গণিত, প্রকৌশলে সিএসই ও ইইই, ব্যবসায় অনুষদে ব্যবস্থাপনা, জীব ও কৃষিবিজ্ঞান অনুষদের অধীনে ফিশারিজ, সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজকর্ম।

সাফল্য, অর্জন ও সুযোগ-সুবিধা অল্পসময়ে প্রধানমন্ত্রীর অনুশাসনের পরিপ্রেক্ষিতে যথাযথ নিয়ম অনুসরণ করে শেখ ফজিলাতুন নেছা ফিশারিজ কলেজকে বিশ্ববিদ্যালয়ে আত্তীকরণ করে বিশ্ববিদ্যালয়টি। প্রতি বিভাগে শিক্ষার্থী আসনসংখ্যা রয়েছে কোটাসহ ৩৪টি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী রয়েছেন ৭০০ জন। রয়েছে ১০টি অত্যাধুনিক ল্যাব ও ২টি কম্পিউটার ল্যাব। রয়েছে রিভার ডিফেন্ডারস ক্লাব, সাংবাদিক সমিতি, নির্ভয় ফাউন্ডেশন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমের পাশাপাশি রোবটিকস, সিএসই, ডিবেটিংসহ নানা ধরনের এক্সট্রা কারিকুলার কাজের সুবিধা।

 প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ
উপাচার্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুরের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রেরণাদায়ী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়ে শুরুতেই স্বল্প সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরুর উদ্যোগ নিই। শুরু থেকেই আমার লক্ষ্য ছিল নানা সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে এ বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণানির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ভিত রচনা। সে ক্ষেত্রে আমি মনে করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কাজটি করতে পেরেছি। এখানে যোগ্যতাসম্পন্ন গবেষণায় অনুসন্ধিৎসু মেধাবীদের শিক্ষক হিসেবে এনেছি। মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ করেছি। সীমিত সম্পদের মাঝেও শিক্ষার্থীদের আধুনিক সুবিধা নিশ্চিত করেছি। স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ল্যাব, একই সঙ্গে ইন্টারনেট সংযোগ। গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে ডিপিপি প্রণয়নের পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করি।

এডি সায়েন্সিস্ট ইনডেক্সে ১২ জন শিক্ষক তালিকাভুক্ত হয়েছেন। নতুন বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও এপিএ চুক্তিতে চতুর্থ স্থান সারা দেশে। গবেষণায় শিক্ষকের সাফল্য, দুই প্রজাতির ব্যাঙ আবিষ্কার।

বিশ্ববিদ্যালয়টির রয়েছে নিজস্ব আবাসন ও পরিবহন-সুবিধা। শিক্ষার্থীদের জন্য রয়েছে দুটি হল। ছেলেদের ৩০০ আসনের মির্জা আজম হল এবং মেয়েদের ২৮০ আসনের নূরুন্নাহার বেগম হল। একই সঙ্গে জামালপুর থেকে নিজস্ব বাসে ক্যাম্পাসে যাতায়াতের সুবিধা। 
  
গত ৪ বছরে শিক্ষার্থীদের জন্য নেওয়া উন্নয়ন কর্মকাণ্ড
নিয়মিত বাজেট থেকেই ছেলেদের হল সংস্কার, ডাইনিং চালু, নতুন বাস ক্রয়, কর্মকর্তা-শিক্ষকদের জন্য মাইক্রোবাস ক্রয়, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ উন্নয়ন, সুদৃশ্য ৫০ কক্ষের একাডেমিক ভবন নির্মাণ, প্রশাসনিক ভবন সংস্কার, ক্রীড়াসহ এক্সট্রা কারিকুলারের জন্য খেলার মাঠ সংস্কার ও বিনোদনের ব্যবস্থা। 

  • মানসম্মত শিক্ষার জন্য আইকিউএসি স্থাপন
  • শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা
  • নতুন বিশ্ববিদ্যালয় নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব সত্ত্বেও রেফারেন্স বইসহ দেশি-বিদেশি ২০ হাজার বইয়ের সমৃদ্ধ লাইব্রেরি
  • মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার স্থাপন
  • সার্বিক কার্যক্রম অনলাইনভিত্তিক করার কাজ চলমান
  • শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম
  • স্বল্পমূল্যে খাবারের সুবিধাসহ ক্যানটিন স্থাপন
  • সার্বক্ষণিক দ্রুতগতির ইন্টারনেট স্থাপন
  • শিক্ষার্থীদের জন্য মেডিকেল সেন্টার স্থাপন, সার্বক্ষণিক চিকিৎসকের ব্যবস্থা
  • ছাত্রী হলের সম্প্রসারণকাজ
  • ক্যাম্পাসে ব্যাংকের কার্যক্রম চালু, শাখা স্থাপন প্রক্রিয়াধীন
  • গবেষণা প্রকল্প: পুকুর ৮টি। ফিশারিজ বিভাগের প্রকল্প চলমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত