Ajker Patrika

গাজীপুরে ভোটে কারচুপির সুযোগ নেই

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১১: ১৬
গাজীপুরে ভোটে কারচুপির সুযোগ নেই

গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রচারে বাধাসহ নানা অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। তবে একটি ভোটও কারচুপির সুযোগ নেই বলে তাঁদের আশ্বস্ত করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এস এম সফিউল্লাহ।

গতকাল বুধবার সকালে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তাঁরা। শ্রীপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

সভায় রাজাবাড়ি ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (চশমা) অভিযোগ করে বলেন, নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকেরা তাকে প্রচার-প্রচারণা করতে দিচ্ছে না। মাওনা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন শামীম অভিযোগ করে বলেন, ‘নৌকার প্রার্থীর কর্মীরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।’

প্রহলাদপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ (আনারস) অভিযোগ করে বলেন, ‘আমাকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঘর থেকে বের হতে দিচ্ছে না। আমি ভোটারদের কাছে যেতে পারছি না।’

এসপি এস এম সফিউল্লাহ বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি কোন দলের লোক, সেটি দেখার বিষয় না। পার্শ্ববর্তী থানা থেকে লোক ভাড়া করে মিছিল-মিটিং করতে দেওয়া হবে না। নির্বাচনী এলাকাকে একটি বেষ্টনীর মধ্যে নিয়ে আসা হবে। একটি ভোটও কারচুপির কোনো সুযোগ হবে না।’

জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে গাজীপুরে চারটি ধাপে বিভিন্ন ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করা হয়েছে। ভোটারদের আস্থার প্রতিদান দিতে সক্ষম হয়েছে প্রশাসন। পঞ্চম ধাপের গাজীপুর আটটি ইউনিয়নের নির্বাচনেও ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হব।’

জেলা প্রশাসক বলেন, ‘যে বা যাঁরা মনে করেন বল প্রয়োগ করে জয় ছিনিয়ে নেবেন, তাঁরা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারার মতো চিন্তা করছেন। তাই এ ধরনের চিন্তা মাথায় না রেখে জনগণের ধারে যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত