Ajker Patrika

জামিনে বেরিয়ে সাক্ষীর মাকে খুন করলেন হত্যা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৫: ৩১
জামিনে বেরিয়ে সাক্ষীর মাকে খুন করলেন হত্যা মামলার আসামি

১২ বছর আগের একটি হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছিলেন লায়লা বেগমের স্বামী ও ছেলে। এতে ক্ষিপ্ত হয়ে গত ১ জানুয়ারি নগরীর ইপিজেডের ২ নম্বর মাইলের মাথা এলাকায় তাঁকে পেটানো হয়। চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মৃত্যু হয় ওই গৃহবধূর। এ ঘটনায় জড়িত ছিলেন পুরোনো ওই হত্যা মামলার আসামি তিন ভাই।

গত সোমবার রাতে ভাইদের মধ্যে পলাতক ইরানকে (৩৩) জোরারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেন র‍্যাব-৭ সদস্যরা। পরে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব।

জানা গেছে, গৃহবধূ লায়লা বেগম হত্যায় অভিযুক্ত অপর দুই ভাই মো. আরমান (৩৫) ও মো. ইমতিয়াজ (৩২) দুদিন আগে আদালতে আত্মসমর্পণ করেন। ঘটনার পরই জোরারগঞ্জের একটি কারখানায় শ্রমিকের ছদ্মবেশে আত্মগোপন করেন ইরান।

র‍্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ সংবাদ সম্মেলনে বলেন, গত ১ জানুয়ারি লায়লা বেগমের ওপর দেশি অস্ত্রসহ হামলা চালান ওই তিন ভাই। তাঁকে বাঁচাতে কবির আহমেদ (৬৫) ও ছেলে ওমর ফারুক (৩১) এগিয়ে এলে তাঁদেরও পেটানো হয়। একটি ভিডিও ফুটেজে ওই দৃশ্য দেখা গেছে। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় লায়লা বেগমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

এম এ ইউসুফ বলেন, শুরুতে মনে হয়েছিল, এটি পারিবারিক বিরোধে ঘটা হত্যাকাণ্ড। তবে অনুসন্ধানে জানা গেছে, এর পেছনে ছিল ২০০৯ সালে ১১ এপ্রিল হওয়া একটি হত্যার ঘটনা। অভিযুক্ত তিনভাই মিলে ওই দিন এরশাদ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় বন্দর থানায় মামলা হয়। ওই ঘটনার চাক্ষুস সাক্ষী হিসেবে ছিলেন লায়লা বেগমের স্বামী কবির আহমেদ ও ছেলে ওমর ফারুক।

ওই র‍্যাব কর্মকর্তা বলেন, এরশাদ হত্যা মামলায় তিন ভাই জেল খেটে বিভিন্ন সময় জামিনে মুক্ত হন। পরে তাঁরা এরশাদ হত্যা মামলার সাক্ষ্য না দেওয়ার জন্য বিভিন্ন সময় সাক্ষীদের হুমকি দেন। কিন্তু সাক্ষীরা আদালতে সাক্ষ্য দেন। এত ক্ষিপ্ত হয়ে আসামিরা পরিকল্পিতভাবে সুযোগ বুঝে লায়লা বেগমের ওপর হামলা চালান।

র‍্যাব সূত্রে জানা গেছে, ইরানকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকসহ চারটি মামলা রয়েছে। অপর দুই ভাইয়ের নামেও বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত