Ajker Patrika

পাকুন্দিয়ায় দায়িত্ব গ্রহণ মেয়র-কাউন্সিলরদের

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৩
পাকুন্দিয়ায় দায়িত্ব গ্রহণ  মেয়র-কাউন্সিলরদের

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরেরা দায়িত্বভার গ্রহণ করেছেন। গত রোববার সকালে পাকুন্দিয়া পৌরসভার সদ্য বিদায়ী মেয়র মো. আক্তারুজ্জামান খোকন নবনির্বাচিত মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দের কাছে দায়িত্বভার বুঝিয়ে দেন। এ সময় পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমানসহ নবনির্বাচিত সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ দিকে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় পৌর সদরের পাটমহালে এই অনুষ্ঠানের আয়োজন করে পৌর কর্তৃপক্ষ।

নবনির্বাচিত পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। পৌর কাউন্সিলর মোহাম্মদ আসাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ জুয়েল প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত