Ajker Patrika

১০ মামলায় আসামি ৫ হাজার, আটক ৩২

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৪: ৩৭
১০ মামলায় আসামি ৫ হাজার, আটক ৩২

চাঁদপুরের হাজীগঞ্জে বিভিন্ন মন্দিরে হামলা-সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১০টি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা প্রায় ৫ হাজার জনকে। ঘটনার পর থেকে গতকাল শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৩২ জন। এদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

এদিকে ঘটনার তদন্তে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। অপর দিকে চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। ২টি কমিটির সদস্যরাই সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় চেয়েছেন।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটিকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছিল। তবে তাঁরা আরও সময় চেয়েছেন। তদন্তের স্বার্থে তাঁদের আরও সময় দেওয়া হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ ও পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। এর মধ্যে প্রথমে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ২ হাজার থেকে ২ হাজার ২০০ জনকে আসামি করে দুটি করে মামলা করে। গত কয়েক দিনে ক্ষতিগ্রস্ত ৮টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক বাদী হয়ে আরও আটটি মামলা করেছেন। সর্বশেষ ২০ অক্টোবর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত