Ajker Patrika

ফেরিঘাটে টোল আদায়ের প্রতিবাদ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৩: ৩৭
ফেরিঘাটে টোল আদায়ের প্রতিবাদ

মঠবাড়িয়ার বড়মাছুয়া থেকে রায়েন্দার বলেশ্বর নদীতে সদ্য চালু হওয়া ফেরিতে খেয়াঘাটের ইজারাদার কর্তৃক টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। গত শনিবার দুপুরে বড়মাছুয়ার বলেশ্বর নদীর ফেরিঘাটে এ কর্মসূচি পালিত হয়।

টোল আদায়কে কেন্দ্র করে নদীর দুইপাড়ে চলাচলকারী জনসাধারণের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকালে রায়েন্দা এলাকার টোলঘর গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

এদিকে নিয়মবহির্ভূতভাবে ফেরিতে চলাচলকারী যাত্রীদের কাছ থেকে টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বড়মাছুয়ার ইউপি সদস্য কাইয়ুম হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর হাওলাদার ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন প্রমুখ।

বক্তারা সওজের ফেরিতে অবৈধভাবে টোল আদায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত