Ajker Patrika

১৯ বছর পর সোনাপুরে ভোট

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৬: ৩৯
১৯ বছর পর সোনাপুরে   ভোট

ভোলার তজুমদ্দিনে ২ নম্বর সোনাপুর ইউনিয়ন পরিষদে আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত ১০ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ শুরু হয়ে গেছে।

আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অনেকে নিজেকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতে শুরু করেছেন।

নিজেকে প্রার্থী ঘোষণা দিয়ে যারা প্রচার চালাচ্ছেন তাঁদের মধ্যে রয়েছেন, তজুমদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি ও ভোলা জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিশু হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক হাসান, সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহ মো. শাহাবুদ্দিন, আওয়ামী লীগের সমর্থক ইঞ্জিনিয়ার এইচ এম ওবায়দুর রহমান শিবলু।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির যাঁরা নির্বাচন করতে চান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পাটওয়ারী, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনছারুল হক পাটওয়ারী, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ জাকির হোসেন মনু, উপজেলা যুবদল নেতা ও দন্তচিকিৎসক ফিরোজ শিকদার।

গত ১০ নভেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সচিব হ‌ুমায়ূন কবির খোন্দকার তফসিল ঘোষণা করেন। তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর, যাচাই-বাছাই ২৯ নভেম্বর, আপিল দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর।

সোনাপুর ইউপিতে সবশেষ ২০০৩ সালের ১০ ফেব্রুয়ারি ভোট হয়। এরপর সীমানা বিরোধের মামলা থাকায় দীর্ঘ ১৯ বছর নির্বাচন বন্ধ ছিল। সোনাপুর ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ১০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৫০ ও নারী ভোটার ৮ হাজার ৫৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত