Ajker Patrika

বিকল্প ব্যবস্থা না থাকায় বেকায়দায় পথচারীরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৮
বিকল্প ব্যবস্থা না থাকায় বেকায়দায় পথচারীরা

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর রেল ব্রিজের পাশে বেইলি ব্রিজের স্টিলের পাত ভেঙে গেছে। ব্রিজটির বিভিন্ন স্থানে স্টিলের পাত ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দীর্ঘদিন সংস্কার করা হয়নি ব্রিজটি।

রাজধানীর আব্দুল্লাপুর থেকে টঙ্গীর অন্যতম সংযোগস্থল এই বেইলি ব্রিজট। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে চলাচল করছেন হাজার হাজার পথচারী।

জানা যায়, রাজধানীর আব্দুল্লাহপুর ও টঙ্গীর দুইটি রেলওয়ে ব্রিজের দুপাশে জনসাধারণের নিরাপদে পার হওয়ার জন্য এ দুইটি ব্রিজ নির্মাণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। ব্রিজ তৈরির পর থেকে নদের উভয় পাশে নতুনভাবে যোগাযোগ ব্যবস্থা চালু হয়। বর্তমানে সংস্কারের অভাবে দুইটি বেইলি ব্রিজের বিভিন্ন স্থানে স্টিলের পাতে মরিচা ধরে ফাঁকা হয়ে গেছে। ব্রিজটির ভাঙা ইস্পাতের পাতের ওপর দেওয়া হয়েছে কাঠ ও বাঁশ। জরাজীর্ণ ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়েই প্রতিদিন পার হচ্ছেন হাজারো মানুষ।

স্থানীয় যুবক নাঈমুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘ তিন মাস ধরে ভাঙা ব্রিজ দিয়ে পার হচ্ছি। ব্রিজটির বিভিন্ন জায়গায় বড় ফুটো তৈরি হয়েছে। দিনের পাশাপাশি রাতে ব্রিজটিতে পর্যাপ্ত আলো না থাকায় চলাচল করতে গেলে ঝুঁকি আরও বেড়ে যায়। ট্রেন চলাচলের সময় ব্রিজ দিয়ে পার হওয়া সম্ভব হয় না।’

তিনি আরও বলেন, তা ছাড়া ব্রিজটির বেহাল হওয়ায় অনেকেই রেল ব্রিজের ওপর দিয়ে হেঁটে পার হন। এতে ট্রেনে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুত ভাঙা অংশ মেরামত করা না হলে দুর্ঘটনার বড় আশঙ্কা রয়েছে।’

টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নোমান বলে, ‘আমার বাসা আব্দুল্লাপুর কোটবাড়ি এলাকায়। আমি রেল লাইনের পাশের এই ব্রিজটি ব্যবহার করে প্রতিদিন যাতায়াত করি। আমাদের স্কুলের হাজারো শিক্ষার্থী এ ব্রিজটি ব্যবহার করে স্কুলে যাতায়াত করে। এখন স্কুল বন্ধ থাকায় শুধু প্রাইভেট পড়তে টঙ্গীতে যেতে হয় অনেককে।’

রেলওয়ে পূর্ব সেতু বিভাগের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘রেল ব্রিজের পাশে জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা বেইলি ব্রিজটিতে আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে। ব্রিজের পাতে ফুটো থাকায় সাময়িকভাবে কাঠ ও বাঁশ দিয়ে মেরামত করে চলাচলের জন্য উপযোগী করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সভাপতি মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ