ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয় দিক দিয়ে আগস্টকে ছাড়িয়ে যাচ্ছে সেপ্টেম্বর মাস। আগস্টের ৩১ দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭১ হাজার ৯৭৬। অথচ চলতি সেপ্টেম্বরের ২৬ দিনেই তা দাঁড়িয়েছে ৭০ হাজার ৭৩ জন। আগস্টে মৃত্যু হয়েছিল ৩৪২ জনের, অথচ চলতি মাসের ২৬ দিনেই ৩৫০ জনের মৃত্যু হয়েছে।
এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। সেই হিসাবে চলতি মাসে গড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬৯৫ এবং মৃতের সংখ্যা গড়ে ১৩ জন।
ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি বর্তমানে বছরের সর্বোচ্চ শিখরে আছে কি না জানতে চাইলে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন বলেন, ডেঙ্গুর পিক আর করোনার পিক এক নয়। কারণ ডেঙ্গুর চারটি ধরন রয়েছে।
চলতি বছর ডেন-২, ডেন-৩ এবং এই দুটির মিশ্রিত সংক্রমণ চলছে। তাই ডেঙ্গুর পিক, অফপিক বলাটা কঠিন। এই রোগতত্ত্ববিদ বলেন, যদি সংক্রমণ টানা চার থেকে ছয় সপ্তাহ কমতে থাকে তাহলে বলা যাবে পিক থেকে নামতে শুরু করেছে বা ওই সময়টা পিক ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোলরুম জানিয়েছে, গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা নগরীতে ৭৭৪ এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ২৩৪৯ জন। একই সময়ে রোগটিতে মৃত্যু হয়েছে ১৫ জনের। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৮৮১ এবং মৃত্যু হয়েছে ৯৪৩ জনের। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮২ হাজার ৭৮২ জন।
ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয় দিক দিয়ে আগস্টকে ছাড়িয়ে যাচ্ছে সেপ্টেম্বর মাস। আগস্টের ৩১ দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭১ হাজার ৯৭৬। অথচ চলতি সেপ্টেম্বরের ২৬ দিনেই তা দাঁড়িয়েছে ৭০ হাজার ৭৩ জন। আগস্টে মৃত্যু হয়েছিল ৩৪২ জনের, অথচ চলতি মাসের ২৬ দিনেই ৩৫০ জনের মৃত্যু হয়েছে।
এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। সেই হিসাবে চলতি মাসে গড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬৯৫ এবং মৃতের সংখ্যা গড়ে ১৩ জন।
ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি বর্তমানে বছরের সর্বোচ্চ শিখরে আছে কি না জানতে চাইলে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন বলেন, ডেঙ্গুর পিক আর করোনার পিক এক নয়। কারণ ডেঙ্গুর চারটি ধরন রয়েছে।
চলতি বছর ডেন-২, ডেন-৩ এবং এই দুটির মিশ্রিত সংক্রমণ চলছে। তাই ডেঙ্গুর পিক, অফপিক বলাটা কঠিন। এই রোগতত্ত্ববিদ বলেন, যদি সংক্রমণ টানা চার থেকে ছয় সপ্তাহ কমতে থাকে তাহলে বলা যাবে পিক থেকে নামতে শুরু করেছে বা ওই সময়টা পিক ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোলরুম জানিয়েছে, গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা নগরীতে ৭৭৪ এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ২৩৪৯ জন। একই সময়ে রোগটিতে মৃত্যু হয়েছে ১৫ জনের। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৮৮১ এবং মৃত্যু হয়েছে ৯৪৩ জনের। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮২ হাজার ৭৮২ জন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪