Ajker Patrika

জাকাতের টাকা মসজিদে দান

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৪: ৪৬
জাকাতের টাকা মসজিদে দান

প্রশ্ন:  আমাদের গ্রামের মসজিদের নির্মাণকাজ চলছে। ঢাকার এক বিত্তবান ব্যক্তি মসজিদের জন্য জাকাতের অংশ থেকে ২ লাখ টাকা দিতে চান। মসজিদ নির্মাণের জন্য ওই টাকা নেওয়া কি বৈধ হবে? 
রহমান রাসেল, সাভার, ঢাকা

উত্তর: না, জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা বৈধ হবে না। কারণ এটি জাকাতের নির্ধারিত খাতের অন্তর্ভুক্ত নয়। জাকাতের নির্ধারিত আট খাতের বাইরে জাকাত দেওয়া যায় না। তা ছাড়া জাকাত ব্যক্তিবিশেষের মালিকানায় দিতে হয়। মসজিদের টাকা কারও মালিকানা নয়। তাই তা বৈধ হবে না। হজরত সুফইয়ান সাওরি (রহ.) বলেন, ‘কোনো ব্যক্তি নিজের জাকাত তাদের দেবে না, যাদের ব্যয়ভার তার ওপর বর্তায় এবং মৃত ব্যক্তির কাফন ও তার ঋণ আদায়ে এবং মসজিদ নির্মাণের জন্য দেবে না।’

সূত্র: মুসান্নাফে আব্দুর রাযযাক: ৭১৭০; ফাতাওয়া তাতারখানিয়া ৩ / ২০৭; আলবাহরুর রায়েক
২ / ২৪৬। 

প্রশ্ন:  বাকপ্রতিবন্ধীর বিয়ে আমার ছোট ভাই বাকপ্রতিবন্ধী। তার বিয়ে ঠিক হয়েছে। এখন আমার জানার বিষয় হলো, সে কীভাবে বিয়ের আক্‌দে কবুল বলবে? 
জমির উদ্দিন, রায়পুর, লক্ষ্মীপুর

উত্তর: আপনার ভাই যেহেতু বাকপ্রতিবন্ধী, কথা বলতে পারেন না, তাই তিনি যদি লিখতে-পড়তে পারেন, তাহলে তাঁকে বিবাহের প্রস্তাব ও কবুল লিখিতভাবে করতে হবে। আর যদি তিনি লিখতে না পারেন, তাহলে তিনি ইশারা করে সম্মতি প্রকাশ করলেও বিয়ে সম্পন্ন 
হয়ে যাবে। 

সূত্র: আল-মাবসুত, লি-সারাখসি ৬ / ১৪৩; ফাতহুল কাদির ৩ / ৩৪৮; ফাতাওয়া হিন্দিয়া ১ / ২৭০; রদ্দুল মুহতার ৩ / ২৪১। 
রক্ত বিক্রি বৈধ?

প্রশ্ন: মাঝেমধ্যে দেখা যায়, বিভিন্ন হাসপাতালের স্টাফরা রোগীদের কাছে রক্ত বিক্রি করেন। এ কাজ কি ইসলামের দৃষ্টিতে বৈধ হবে? 
বুলবুল বেগম, ত্রিশাল, ময়মনসিংহ

উত্তর: না, রক্ত বিক্রি বৈধ নয়। তবে প্রয়োজনের সময় বিনা মূল্যে রক্ত দেওয়া-নেওয়া বৈধ। এটিকে ব্যবসার পণ্য বানানো কোনোভাবেই বৈধ নয়। অবশ্য রক্ত সংগ্রহের কাজে যেটুকু খরচ হয়, তা রক্তগ্রহীতা থেকে নেওয়া যাবে। এর বেশি নেওয়া বৈধ হবে না। অন্যথায় তা রক্তের বিনিময় হয়ে যাবে, যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ। কারণ মানবদেহের প্রতিটি অঙ্গ পবিত্র, তা বিক্রি করা জায়েজ নেই। 

সূত্র: আহকামুল কুরআন, ইবনে আরাবি ১ / ৫৩; আবু দাউদ: ৩৪৮৮; বাদায়েউস সানায়ে ৪ / ৩৩৩। 

উত্তর দিয়েছেন: মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি

মুহাদ্দিস, আল-জামিয়া, আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত