Ajker Patrika

যুদ্ধ যুদ্ধ খেলা কি বন্ধ হচ্ছে

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২২
যুদ্ধ যুদ্ধ খেলা কি বন্ধ হচ্ছে

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা গতকাল বুধবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। আর গতকালই রাশিয়ার ইউক্রেন সীমান্তের একটি অংশ থেকে কিছু সেনা প্রত্যাহারের একটি ভিডিও প্রকাশ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে পূর্ব ইউরোপে যুদ্ধ যুদ্ধ খেলা আপাতত থামলেও এখনো যুদ্ধের শঙ্কা দেখছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স জানায়, প্রকাশিত ভিডিওতে (মঙ্গলবার) রাতের আঁধারে এক সারি ট্যাংক ও অনেকগুলো সামরিক গাড়ি ক্রাইমিয়া ছেড়ে যেতে দেখা গেছে। প্রত্যাহার করা সামরিক সরঞ্জামে স্বয়ংক্রিয় কামানও রয়েছে।

গত মঙ্গলবারই সেনা প্রত্যাহার শুরু ঘোষণা দেয় রাশিয়া। কিন্তু এর প্রমাণ দাবি করে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। গতকাল প্রমাণ হিসেবে ওই ভিডিও প্রকাশের পরও সংশয় কাটেনি তাদের।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এখনো যুদ্ধের শঙ্কা রয়ে গেছে। আর সেনা প্রত্যাহার নিয়ে এখনই নিজেরা নিশ্চিত হতে পারছেন না বলে মন্তব্য করেছেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ। তদুপরি ইউক্রেন সীমান্তে রাশিয়ার উল্টো সেনা মোতায়েনের অভিযোগ করেছেন তিনি।

দ্বিতীয় দিনের মতো গতকালও ইউক্রেনে ব্যাপক সাইবার আক্রমণ হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। এতে নিজেদের সংশ্লিষ্টতা নেই বলে বিবৃতি দিয়েছে রাশিয়া।

সোমবার ইউক্রেন সফর শেষে মঙ্গলবার রাশিয়া পৌঁছান জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। সোমবার শলৎজকে পাশে রেখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউক্রেনের ন্যাটো যোগদানের পরিকল্পনা আপাতত পরিত্যাগের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর পরই ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়া। আর মঙ্গলবার শলৎজের উপস্থিতিতে যুদ্ধ চান না বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পৃক্ত কিয়েভকে ন্যাটোর সদস্যভুক্ত না করতে পশ্চিমাদের চাপ দিতে গত নভেম্বর থেকে ইউক্রেনের তিন দিকে লক্ষাধিক সেনা সমাবেশ করে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর শঙ্কা, যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া।

সিরিয়া রুশ প্রতিরক্ষামন্ত্রী

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিরিয়ার নিয়ন্ত্রিত পূর্ব ভূমধ্যসাগরে নিজেদের আসন্ন সামরিক মহড়াসহ চলমান বিভিন্ন সংকট নিয়ে তাঁরা আলোচনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরায় প্রতিবেদনে। মহড়া উপলক্ষে সিরিয়ায় অবস্থিত নিজেদের খামাইমিন বিমানঘাঁটিতে ‘মিগ-৩১ কে’ যুদ্ধবিমানসহ হাইপারসনিক ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার তুপুলেভ টু-২২-এ বোমারু বিমান পাঠিয়েছে রাশিয়া। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর ২০১৫ সাল থেকে আসাদকে সহায়তা দেওয়া শুরু করে মস্কো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত