Ajker Patrika

আ.লীগের মনোনয়ন বাতিল চেয়ে বিক্ষোভ

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৯: ১৮
আ.লীগের মনোনয়ন বাতিল চেয়ে বিক্ষোভ

কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত কয়েকজন প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বকুলতলা বাজারে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী বাবুকে নৌকার মনোনয়ন দেওয়ায় নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা নতুন করে দলের ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়ার দাবি জানান।

দেশে ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে কাউনিয়া উপজেলার ছয়টি ইউপিতে ভোট হবে। এ জন্য গত শুক্রবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে পাঁচজন বর্তমান চেয়ারম্যান ও নতুন একজনকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার ঘোষণা আসে।

বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য দেন দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজার রহমান বসুনিয়া, যুবলীগ নেতা আলতাফ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা সঙ্গীতা।

বক্তারা বলেন, দলীয়ভাবে যাঁকে নৌকা দেওয়া হয়েছে তিনি একজন দুর্নীতিবাজ। তৃণমূল নেতা-কর্মীদের সিদ্ধান্তের বাইরে প্রার্থী ঘোষণা করায় তা প্রত্যাখ্যান করা হলো। দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন করে দলের মধ্যে প্রার্থী দেওয়া হোক। মনোনয়ন বাণিজ্য ও অনিয়ম করে নৌকা পেলে তা জনগণ মেনে নেবে না।

বিক্ষোভ সমাবেশে মনোনয়ন প্রত্যাশী তিনজনই নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তবে তাঁরা জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি বিদ্যমান মনোনয়ন বাতিল করে যাঁকে দলীয় মনোনয়ন দেবে তাঁর হয়ে সবাই কাজ করবেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া বলেন, ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা করে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই করে মনোনয়ন দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত