আসাদুজ্জামান রিপন, নরসিংদী
নরসিংদী-২ আসনের রাজনীতি একসময় একাই ধরে রেখেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান। ১৯৯১ সাল থেকে টানা চারবার এমপি হয়েছিলেন এই নেতা। পলাশ উপজেলায় ব্যাপক নামডাক ছিল মঈন খানের। জাতীয়ভাবেও আলোচনায় থাকতেন তিনি। তবে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দিলীপের কাছে হারের পর থেকে এখনো আসনটি হাতছাড়া বিএনপির। পরে পলাশের রাজনীতিতে যুক্ত হয় আরেকটি নাম, দিলীপের ভাই আলোচিত ব্যবসায়ী পোটন। এই এলাকায় রাজনীতি মানেই এখন দুই ভাইয়ের বলয়। এর বাইরে কোনো বলয় নেই বললেই চলে।
পলাশ উপজেলার ৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং নরসিংদী সদর উপজেলার ৩টি ইউনিয়ন (আমাদিয়া, পাঁচদোনা ও মেহেরপাড়া) নিয়ে গঠিত নরসিংদী-২। নবম জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারুল আশরাফ খান দিলীপের নৌকা প্রতীকে বিজয়ের মধ্য দিয়ে আসনটি হাতছাড়া হয় বিএনপির। দশমে দিলীপ দলীয় মনোনয়ন পাননি। তবে মহাজোটের প্রার্থী জায়েদুল কবীরকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হন মনোনয়নবঞ্চিত দিলীপের ভাই আলোচিত ব্যবসায়ী কামরুল আশরাফ খান পোটন। গত নির্বাচনে আওয়ামী লীগের এমপি হন দিলীপ। নরসিংদী-২ রাজনৈতিকভাবে জেলার গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত।
সরেজমিনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। প্রায় সবাই বলেন, এই আসনের আওয়ামী লীগের রাজনীতি দুই ভাই দিলীপ ও পোটনকে ঘিরেই। এর বাইরে আওয়ামী লীগের কোনো বলয় নেই, প্রকাশ্যে নেই কোনো কোন্দলও। দুই ভাইয়ের নেতৃত্বে শক্ত অবস্থানে এখানকার আওয়ামী লীগের রাজনীতি। আগামী নির্বাচন ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুরেফিরে আসছে এ দুজনের নাম।
এ ছাড়া দলটির সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য আলতামাস কবির মিশু মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে।
আওয়ামী লীগ স্পষ্টত নির্বাচনমুখী হলেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ ১০ দফা দাবিতে অনড় বিএনপি। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি গ্রহণে সরব হলেও বিএনপির সম্ভাব্য একমাত্র প্রার্থী আব্দুল মঈন খান গুরুত্ব দিচ্ছেন দলীয় কর্মসূচিকে। দলীয় কোন্দল না থাকলেও এই আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগের মামলা, হামলা ও পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মঈন খান নিয়মিত নির্বাচনী এলাকায় না গেলেও এসব বাধার মুখেই রাজনীতির মাঠে গোপনে চলছে বিএনপির ভোটের হিসাব-নিকাশ। অংশগ্রহণমূলক নির্বাচন হলে এখানে প্রধান দুই দলের প্রার্থীর মধ্যেই হবে ভোটের লড়াই।
প্রধান দুই দল বাদে এখানে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন জেলা জাসদের সভাপতি জায়েদুল কবীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ এন এম রফিকুল আলম সেলিম।
স্থানীয় একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে দিলীপ দলীয় মনোনয়নবঞ্চিত হন। মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয় জাসদ নেতা জায়েদুল কবীরকে। অভিযোগ রয়েছে, ওই নির্বাচনে ভাই পোটন খানকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে মহাজোটের প্রার্থীকে পরাজিত করেন দিলীপ। পরে একাদশে আবারও মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন দিলীপ। দ্বাদশ নির্বাচনেও দুই ভাইয়ের মধ্যে যে কেউ মনোনয়ন পেতে পারেন বলে দলীয় নেতা-কর্মীদের ধারণা।
নির্বাচনী ভাবনা জানতে চাওয়া হলে এমপি দিলীপ আজকের পত্রিকাকে বলেন, ‘মূল দলসহ অঙ্গসংগঠনের কমিটি গঠিত হয়েছে, আমরা এমন কোনো কাজ করিনি, যাতে মানুষ আমাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবেন। আমরা আবারও বিজয়ের ব্যাপারে আশাবাদী। পক্ষান্তরে বিএনপির কোনো সাংগঠনিক কাঠামো নেই, জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। দোষারোপের রাজনীতি, মুখ খারাপের রাজনীতি তাঁরা করেই আসছেন, ইস্যু তৈরি করার জন্য তাঁরা বিভিন্ন কথাবার্তা বলেন।’
উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে আমরা আন্দোলন করছি। অন্য কোনো সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় জনগণকে। জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে তাঁদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।’
নরসিংদী-২ আসনের রাজনীতি একসময় একাই ধরে রেখেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান। ১৯৯১ সাল থেকে টানা চারবার এমপি হয়েছিলেন এই নেতা। পলাশ উপজেলায় ব্যাপক নামডাক ছিল মঈন খানের। জাতীয়ভাবেও আলোচনায় থাকতেন তিনি। তবে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দিলীপের কাছে হারের পর থেকে এখনো আসনটি হাতছাড়া বিএনপির। পরে পলাশের রাজনীতিতে যুক্ত হয় আরেকটি নাম, দিলীপের ভাই আলোচিত ব্যবসায়ী পোটন। এই এলাকায় রাজনীতি মানেই এখন দুই ভাইয়ের বলয়। এর বাইরে কোনো বলয় নেই বললেই চলে।
পলাশ উপজেলার ৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং নরসিংদী সদর উপজেলার ৩টি ইউনিয়ন (আমাদিয়া, পাঁচদোনা ও মেহেরপাড়া) নিয়ে গঠিত নরসিংদী-২। নবম জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারুল আশরাফ খান দিলীপের নৌকা প্রতীকে বিজয়ের মধ্য দিয়ে আসনটি হাতছাড়া হয় বিএনপির। দশমে দিলীপ দলীয় মনোনয়ন পাননি। তবে মহাজোটের প্রার্থী জায়েদুল কবীরকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হন মনোনয়নবঞ্চিত দিলীপের ভাই আলোচিত ব্যবসায়ী কামরুল আশরাফ খান পোটন। গত নির্বাচনে আওয়ামী লীগের এমপি হন দিলীপ। নরসিংদী-২ রাজনৈতিকভাবে জেলার গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত।
সরেজমিনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। প্রায় সবাই বলেন, এই আসনের আওয়ামী লীগের রাজনীতি দুই ভাই দিলীপ ও পোটনকে ঘিরেই। এর বাইরে আওয়ামী লীগের কোনো বলয় নেই, প্রকাশ্যে নেই কোনো কোন্দলও। দুই ভাইয়ের নেতৃত্বে শক্ত অবস্থানে এখানকার আওয়ামী লীগের রাজনীতি। আগামী নির্বাচন ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুরেফিরে আসছে এ দুজনের নাম।
এ ছাড়া দলটির সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য আলতামাস কবির মিশু মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে।
আওয়ামী লীগ স্পষ্টত নির্বাচনমুখী হলেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ ১০ দফা দাবিতে অনড় বিএনপি। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি গ্রহণে সরব হলেও বিএনপির সম্ভাব্য একমাত্র প্রার্থী আব্দুল মঈন খান গুরুত্ব দিচ্ছেন দলীয় কর্মসূচিকে। দলীয় কোন্দল না থাকলেও এই আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগের মামলা, হামলা ও পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মঈন খান নিয়মিত নির্বাচনী এলাকায় না গেলেও এসব বাধার মুখেই রাজনীতির মাঠে গোপনে চলছে বিএনপির ভোটের হিসাব-নিকাশ। অংশগ্রহণমূলক নির্বাচন হলে এখানে প্রধান দুই দলের প্রার্থীর মধ্যেই হবে ভোটের লড়াই।
প্রধান দুই দল বাদে এখানে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন জেলা জাসদের সভাপতি জায়েদুল কবীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ এন এম রফিকুল আলম সেলিম।
স্থানীয় একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে দিলীপ দলীয় মনোনয়নবঞ্চিত হন। মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয় জাসদ নেতা জায়েদুল কবীরকে। অভিযোগ রয়েছে, ওই নির্বাচনে ভাই পোটন খানকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে মহাজোটের প্রার্থীকে পরাজিত করেন দিলীপ। পরে একাদশে আবারও মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন দিলীপ। দ্বাদশ নির্বাচনেও দুই ভাইয়ের মধ্যে যে কেউ মনোনয়ন পেতে পারেন বলে দলীয় নেতা-কর্মীদের ধারণা।
নির্বাচনী ভাবনা জানতে চাওয়া হলে এমপি দিলীপ আজকের পত্রিকাকে বলেন, ‘মূল দলসহ অঙ্গসংগঠনের কমিটি গঠিত হয়েছে, আমরা এমন কোনো কাজ করিনি, যাতে মানুষ আমাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবেন। আমরা আবারও বিজয়ের ব্যাপারে আশাবাদী। পক্ষান্তরে বিএনপির কোনো সাংগঠনিক কাঠামো নেই, জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। দোষারোপের রাজনীতি, মুখ খারাপের রাজনীতি তাঁরা করেই আসছেন, ইস্যু তৈরি করার জন্য তাঁরা বিভিন্ন কথাবার্তা বলেন।’
উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে আমরা আন্দোলন করছি। অন্য কোনো সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় জনগণকে। জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে তাঁদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫