Ajker Patrika

সংস্কারকাজ শেষ না হওয়ায় দুর্ভোগ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৩
Thumbnail image

পাংশা হেড কোয়ার্টার থেকে মৃগী বাজার পর্যন্ত ১১ কিলোমিটার সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন থেমে আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছিল। কিন্তু কার্পেটিংয়ের কাজ বাকি রেখেই ওই বছরের ডিসেম্বর মাস থেকে বন্ধ হয়ে যায় সংস্কারকাজ।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় বলছে, একই ঠিকাদারী প্রতিষ্ঠান রাজবাড়ীর আরও কয়েকটি সড়ক সংস্কার ও নির্মাণের কাজ করছে বলে এই সড়ক সংস্কারের কাজ আপাতত বন্ধ আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ কিলোমিটার এই সড়কের মধ্যে রয়েছে ৫টি বাজার ও পাংশা বাজারের একাংশ। সড়কটির সংস্কারকাজ শেষ না হওয়ায় সড়ক থেকে ওড়া ধুলাবালুতে ছেয়ে যাচ্ছে আশাপাশের দোকান ও বাড়ি-ঘর। তাছাড়া সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চরম দুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন হাট-বাজারে আসা হাজার হাজার মানুষ এবং শত শত ব্যবসায়ী।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান বলেন, ‘শিগগিরই এ অবস্থার উন্নতি না হলে ওই এলাকার বাসিন্দারা গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন।’

পাংশা উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসান বলেন, ‘সড়কটি সংস্কার করছে মীর হাবিবুল আলম নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি রাজবাড়ীত আরও কয়েকটি কাজ করছে। এ জন্য সড়কের সংস্কারকাজ বন্ধ রয়েছে। তবে ১৫-২০ দিনের মধ্যে সংস্কারকাজ আবার শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত