Ajker Patrika

বারোর্ধ্ব শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩: ৪১
বারোর্ধ্ব শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১২ বছরের ঊর্ধ্ব শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। তবে জন্মসনদে ভুল থাকার কারণে প্রায় ১০ শতাংশ শিক্ষার্থী টিকার তালিকা থেকে বাদ পড়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন, জন্ম সনদের জটিলতার কারণে যেসব শিক্ষার্থী তালিকা থেকে বাদ পড়েছে, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। জন্ম সনদ সংশোধন করলে তারা টিকা পাবে।

ডা. নুর উদ্দিন জানান, গত মঙ্গলবার ফৌজদারহাট ক্যাডেট কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রামের মধ্যে সীতাকুণ্ডে প্রথম শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে সীতাকুণ্ডের শিক্ষার্থীদের নামের তালিকা চাওয়া হয়েছে। চূড়ান্ত তালিকা হাতে পাওয়ার পর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ ঊর্ধ্বে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

ডা. নুর উদ্দিন আরও বলেন, টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত সীতাকুণ্ডের ২ লাখ ৫০ হাজার মানুষ করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন; যা উপজেলা পর্যায়ে চট্টগ্রাম জেলায় প্রথম এবং সারা দেশের মধ্যে দ্বিতীয়।

শিক্ষার্থীদের তালিকা জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মোস্তফা আলম সরকার। তিনি বলেন, উপজেলার ৩৩টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ১৯ হাজার ৯২১ শিক্ষার্থী, ৫টি কলেজ ও ১৪টি মাদ্রাসার ২ হাজার ৩০ জন শিক্ষার্থীর নামের তালিকা জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে জন্মসনদ জটিলতার কারণেই এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ শতাংশ শিক্ষার্থী তালিকা থেকে বাদ পড়েছে।

লতিফা সিদ্দিকী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, তাঁরা ১ হাজার ২০০ জনের তালিকা পাঠিয়েছিলেন। তবে জন্মসনদে ভুল থাকার কারণে ১০ শতাংশ শিক্ষার্থীকে বাদ দিয়ে গত সপ্তাহে চূড়ান্ত সংশোধিত তালিকা পাঠিয়েছেন তাঁরা।

নুর উদ্দিন আরও বলেন, শিক্ষার্থীদের টিকা দিতে সবার আগে প্রয়োজন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। এটি উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নেই। তবে টিকাদান কার্যক্রম সফল করতে উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ তৈরি করার আশ্বাস দিয়েছেন সাংসদ দিদারুল আলম। এ ছাড়া একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ তৈরির আশ্বাস দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত