Ajker Patrika

ন্যাপকিন কর্নার স্থাপনে বিদ্যালয়মুখী ছাত্রীরা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৩: ১৮
ন্যাপকিন কর্নার স্থাপনে বিদ্যালয়মুখী ছাত্রীরা

তালার খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার ছিল ৭০ থেকে ৭৫ শতাংশের মতো। কিন্তু বিদ্যালয়ে সম্প্রতি মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য ন্যাপকিন কর্নার স্থাপন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। এর পর থেকেই বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতি এখন ৮৫ শতাংশের বেশি।

জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ওয়াই ওয়াশ (নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ) প্রকল্পের আওতায় উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য ন্যাপকিন কর্নার তৈরি করা হয়েছে। এ ছাড়া স্কুল ক্যাম্পেইন, শিক্ষকদের সঙ্গে ম্যানেজিং কমিটির মিটিংসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখে দৃশ্যমান পরিবর্তন ঘটিয়েছে।

এ বিষয়ে শৈব বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী দে বলেন, ‘আগে ৭০ থেকে ৭৫ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হলেও স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে এখন তা বেড়ে ৮৫ শতাংশের বেশি হয়েছে। উত্তরণের ওয়াশ প্রকল্পের মাধ্যমে মেয়েদের স্বাস্থ্যকর মাসিক ব্যবস্থাপনা নিশ্চিত করায় এই এ সাফল্য এসেছে। বিদ্যালয়ে উপস্থিতির হারের পাশাপাশি রেজাল্টেও এর সুফল পাওয়া যাচ্ছে।’

ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রিফাত ইয়াসমিন রিয়া, নবম শ্রেণির চৈতি মণ্ডল,৮ম শ্রেণির সাদিয়া খাতুনসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘বড় আপুদের কাছে শুনেছি তারা স্কুলে এসে অনেক সমস্যায় পড়ত। কিন্তু আমরা স্কুল থেকে সব ধরনের সহায়তা পাই। কোনো সমস্যা হলে ম্যাডামের সঙ্গে কথা বলে সবকিছু পেয়ে যাই।’

শিক্ষার্থীর অভিভাবক সদস্য চায়না রানী নাথ বলেন, নারী শিক্ষার জন্য এটা খুবই জরুরি। দেশের সব স্কুলে এই ব্যবস্থা করা গেলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সফলতা পাওয়া যাবে।

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান বলেন, ‘বিদ্যালয়ে মেয়েদের জন্য মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ন্যাপকিন কর্নার সময়োপযোগী পদক্ষেপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত