Ajker Patrika

ভোট নষ্ট করমু কেন শতবর্ষী বৃদ্ধার প্রশ্ন

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১১: ২৪
ভোট নষ্ট করমু কেন শতবর্ষী বৃদ্ধার প্রশ্ন

ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের ৬৩ নম্বর কোড়ালতলী মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেন বৃদ্ধা জাম্বিলা বেগম।

গতকাল রোববার শত বছরের বৃদ্ধা জাম্বিলা বেগম তাঁর ছেলে আবুল দেওয়ানের হাত ধরে হেঁটে ভোট দিতে আসেন। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা থর থর করে কাঁপছিলেন। এ সময় আলাপের একপর্যায়ে তিনি বলেন, ‘ভোট দিতে না এলে ভোটটা নষ্ট অইবো, ভোট নষ্ট করমু কেন?’ তাই কষ্ট করে ভোট দিতে এসেছেন।

জাম্বিলা বেগম চর ৯ নম্বর ওয়ার্ডের কোড়ালতলী গ্রামের বাসিন্দা আহম্মদ দেওয়ানের স্ত্রী।

ছেলে আবুল দেওয়ান বলেন, ‘ভোট দিতে আসবেন বলে কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে বসেছিলেন। ছোটবেলা থেকেই দেখছি, ভোট উৎসব নিয়ে মায়ের ভীষণ আগ্রহ।’

আজকের পত্রিকার প্রতিনিধির সঙ্গে আলাপকালে জাম্বিলা বেগম জানান, ভোট দিতে কেন্দ্রে আসতে খুব ভালো লাগে। ভোটের দিন ঈদ ও পূজার মতো উৎসবমুখর পরিবেশ থাকে। পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকে।

ভেদরগঞ্জ সখিপুরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষের পাশাপাশি নতুন তরুণ ভোটার থেকে শুরু করে বয়োবৃদ্ধাদের ভিড়। কেউ শাড়ি পরে, কেউ সালোয়ার-কামিজের সঙ্গে শীত নিবারণে গরম পোশাক গায়ে চাপিয়ে ভোট দিতে এসেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত