Ajker Patrika

যে কারণে জলবায়ু চুক্তিকে বলা হচ্ছে ‘বিশ্বাসঘাতকতা’

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪: ৪৬
যে কারণে জলবায়ু চুক্তিকে বলা হচ্ছে ‘বিশ্বাসঘাতকতা’

এবারের জলবায়ু সম্মেলনে (কপ-২৬) একদিকে প্রত্যাশা ছিল বিপুল, আরেক দিকে গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে মিলের চেয়ে মতের ফারাক ছিল আকাশছোঁয়া। তাই ১৯৭ দেশের সম্মতিতে যে চুক্তি হয়েছে, তা বেশ দুর্বল। জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ঝুঁকিতে থাকা গরিব দেশগুলো এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এ চুক্তিকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করছে। এ ধরনের মন্তব্যের মূল কারণ দুটি।

এককভাবে বিষাক্ত গ্যাস কার্বনের সবচেয়ে বড় উৎস কয়লা। চুক্তিতে কয়লার ব্যবহার বন্ধের ঘোষণা আসবে বলা আশা করা হয়েছিল। কিন্তু কয়লার ব্যবহার ‘বন্ধ করার’ পরিবর্তে ‘কমানো হবে’ বলে উল্লেখ করা হয়েছে। চীন, ভারতসহ আরও কয়েকটি দেশের কারণে এমনটি হয়েছে।

বিবিসি জানায়, এ জন্য চীন ও ভারতকে ঝুঁকিতে থাকা দেশগুলোকে নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিতে বলেছেন কপ-২৬-এর প্রেসিডেন্ট অলোক শর্মা।

চুক্তি নিয়ে দ্বিতীয় হতাশার কারণ হলো, ক্ষতিপূরণ তহবিলের বিষয়টি এড়িয়ে যাওয়া। এটা ঝুলে থাকে ১০ হাজার কোটি ডলারে জলবায়ু তহবিল থেকে আলাদা। যুক্তরাষ্ট্র ও ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের অনীহার কারণে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত