Ajker Patrika

বোতলে মুদ্রিত মূল্য মুছে তেল বিক্রি বেশি দামে

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৮: ৪৫
বোতলে মুদ্রিত মূল্য মুছে  তেল বিক্রি বেশি দামে

ভোজ্য তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারগুলো হাহাকার করছে। এই যখন পরিস্থিতি তখন নগরের বিভিন্ন স্থানে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে ভোজ্য তেল বিক্রির অভিযোগ উঠছে। অসাধু ব্যবসায়ীরা বোতলে মুদ্রিত মূল্য মুছে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছেন। এই ধরনের অপরাধ ঠেকাতে গতকাল বৃহস্পতিবার ছদ্মবেশে অভিযানে নামেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা কার্যালয়ের সদস্যরা। এ সময় দুই দোকানি তাঁদের কাছেও বেশি দামে তেল বিক্রি করেন।

এরপরই ভোক্তা অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযান চালান। গতকাল নগরের বাদশা মিয়ার বাজার ও স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় দুটি দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় মূল্য মুছে ফেলা ৩৪ লিটার সয়াবিন তেল।

ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযানে দেখা গেছে, মেসার্স শাহিন এন্টারপ্রাইজে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে ইচ্ছেমাফিক দামে বিক্রি করা হচ্ছে। অভিযানে ছদ্মবেশে থাকা এক সদস্যের কাছেও অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করা হয়। মূল্য তুলে ফেলায় ক্রেতারা তর্ক করেও সুবিধা করতে পারেন না বলে জানা গেছে।

সহকারী পরিচালক আরও জানান, পরে দোকানে তল্লাশি করে দেখা যায়, বিপুল পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের মুদ্রিত মূল্য মুছে ফেলা হয়েছে। বিষয়টি দোকানদার স্বীকার করেন। ফলে ভোক্তা আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩৪ লিটার তেল জব্দ করা হয়। পরে জব্দ করা তেল নগরীর কাসেমূল উলুম মাদ্রাসার এতিমখানায় দান করা হয়।

অপর দিকে মেসার্স শাহিন স্টোরে দেখা গেছে, মুদ্রিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। অভিযানে ছদ্মবেশী সদস্যের কাছেও দোকানি অতিরিক্ত দাম রাখেন। পরে অভিযানে দোকানি বেশি দামে কিনছেন দাবি করলেও স্বপক্ষে কোনো কেনার রসিদ দেখাতে পারেননি। দোকানিকে নিয়ে তাঁর কাছে বিক্রয় করা পরিবেশকের কাছে গেলেও পরিবেশক দাবি করেন, ওই দোকানি তাঁর কাছ থেকে এসব পণ্য কেনেননি। তিনি সব কেনাকাটার রসিদ দেন বলে দাবি করেন। ফলে মেসার্স শাহিন স্টোরকে বেশি দামে তেল বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এতে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

বিদ্যুতের লাইন ঠিক করার কথা বলে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না

শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বিলুপ্তির প্রস্তাব নেই জুলাই সনদে, ক্ষোভ বিএনপির

সময়ক্ষেপণ করবেন না, আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন— প্রধান উপদেষ্টাকে জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ