Ajker Patrika

মুলাদীতে বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত হয়নি, দুর্ভোগ

মুলাদী প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৯: ১২
মুলাদীতে বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত হয়নি, দুর্ভোগ

মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের নোমরহাট-গলইভাঙা সড়কটি গত বর্ষা মৌসুমে ভেঙে যায়। এটি আজও সংস্কার করা হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন চরকালেখান, সফিপুর ও বাটামারা ইউনিয়নের বাসিন্দারা।

জানা গেছে, বাটামারা, সফিপুর ও চরকালেখান ইউনিয়নের সঙ্গে উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম নোমরহাট-গলইভাঙা-মুলাদী সড়ক। এই সড়ক দিয়ে নোমরহাট, সোনামদ্দিন বন্দর, জয়বাংলা বাজার, মুন্সীরহাট, বাটামারা নতুন হাট, লক্ষ্মীপুর নতুন হাট, বোয়ালিয়া নতুন হাটসহ বিভিন্ন বন্দরে ব্যবসায়ীরা যাতায়াত এবং পণ্য পরিবহন করেন। এ ছাড়া লক্ষ্মীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব হোসনাবাদ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ স্থানীয় বাসিন্দারা চলাচল করেন এই রাস্তা দিয়ে।

এই সড়কে প্রতিদিন কয়েক শত অটোরিকশা, লেগুনা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। গুরুত্ব বিবেচনায় ২০১৫-২০১৬ অর্থ বছরে তৎকালীন সাংসদ শেখ মো. টিপু সুলতান সড়কটি পিচ ঢালাই করে দেন। গত বছরের জুলাই মাসে প্রবল বর্ষণ এবং খালের পানির স্রোতে হঠাৎ করে সড়কের নোমরহাটের দক্ষিণ পাশের অংশে ২-৩ স্থান ভেঙে পড়ে। ওই সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে চরকালেখান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার ব্যক্তিগত অর্থায়নে ভাঙন রোধে পাইলিং করে দেন এবং ভাঙা অংশ মাটি ভরাট করেন। এরপরে দীর্ঘদিনেও সড়কটির আর কোনো সংস্কার করা হয়নি।

বোয়ালিয়া গ্রামের মো. আবির হোসেন লিমন জানান, দীর্ঘ দিন ধরে নোমরহাট-গলইভাঙা সড়কটি ভাঙা অবস্থায় রয়েছে। এতে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। অনেক সময় অটোরিকশা, লেগুনা দুর্ঘটনার শিকার হয়। সড়কটি সংস্কার করা না হলে আগামী বর্ষা মৌসুমে পুরোপুরিভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে।

নোমরহাটের ব্যবসায়ী মো. কাইউম হোসেন বলেন, ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে গাড়ি চলছে। কিন্তু ব্যবসায়ীদের পণ্যবাহী মিনি ট্রাক চলতে পারছে না। এতে পরিবহন ব্যয় বেড়ে গেছে। এ ছাড়া নোমরহাটে চরকালেখান ইউপি কার্যালয় রয়েছে। এখানে সেবা নিতে আসা মানুষ ভাঙা সড়কে জন্য ভোগান্তির শিকার হচ্ছেন।

চরকালেখান ইউপি চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার জানান, হঠাৎ করে সড়কটি ভেঙে যাওয়ায় পাইলিং করে যানবাহন চলাচল উপযোগী করে দেওয়া হয়েছিল। এর অনেক স্থানে পিচ উঠে গেছে। পুরো সড়কটি সংস্কারের জন্য উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে চাহিদা দেওয়া হয়েছে।

উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান বলেন, নোমরহাট-গলইভাঙা সড়কটি সংস্কারের জন্য বরিশাল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত