Ajker Patrika

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন ভারতের

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ৩৮
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন ভারতের

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করেছে প্রতিবেশী দেশ ভারত। গত মঙ্গলবার বাংলাবান্ধা-ফুলবাড়ী আন্তর্জাতিক চেকপোস্টে এই সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নর্থ বেঙ্গল কমান্ডার রবি গান্ধী। এ সময় উপস্থিত ছিলেন ভারতের ১৭৬ বিএসএফ কমান্ড্যান্ট এস এস সিরোহি এবং পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম ফজলে রাব্বি।

সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ-ভারতের কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানানো হয়। যাঁরা ভারতের সহযোগিতায় স্বাধীনতা যুদ্ধে লড়াই করেছিলেন। তাঁদের বিশেষ সম্মাননা জানানো হয়। এ সময় এক বীর মুক্তিযোদ্ধা ও লেখক তাঁর মুক্তিযুদ্ধের ওপর লেখা বই ও বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী বই ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপহার দেন।

ইন্দো-বাংলা যৌথভাবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া থেকে বাউল শিল্পীদের অংশগ্রহণে লালন সংগীত ও ভারতের নর্থ বেঙ্গলের শিল্পীরা গানে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত