নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে এবার দেশি মাছের তীব্র সংকট দেখা গেছে। এ কারণে শুঁটকি তৈরির ভরা মৌসুমেও মাছের দেখা মিলছে না। এতে শুঁটকিপল্লিতে ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও স্থবিরতা দেখা দিয়েছে।
জানা গেছে, শুঁটকি উৎপাদনে আত্রাই প্রসিদ্ধ। দেশের ১৫-২০ জেলাতে বাজারজাত হয় এখানকার শুঁটকি। আর এই শুঁটকি তৈরি করে জীবিকা নির্বাহ করেন এ অঞ্চলের তিন শতাধিক পরিবার।
সরেজমিনে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের শুঁটকিপল্লিতে গিয়ে দেখা গেছে, এবার দেশি মাছের তীব্র সংকটের কারণে শুঁটকি তৈরির মৌসুমেও সেখানে মাছের দেখা নেই। রোদে মাছ শুকানোর মাচা ও চাতাল তৈরি করা হলেও সেগুলো মাছশূন্য হয়ে পড়ে আছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিগত বছরগুলোর মতো এবারও আত্রাইয়ে বর্ষা মৌসুমে তেমন বৃষ্টি না হওয়ায় নদী ও খাল-বিলে তেমন মাছ জন্ম নেয়নি। এ ছাড়া পানি আগাম শুকিয়ে যাওয়ায় দেখা মিলছে না দেশি মাছের। হাটগুলোতে মাছের সরবরাহ একেবারেই কম, যা শুঁটকি তৈরির জন্য যথেষ্ট নয়। ফলে শুঁটকি ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।
ব্যবসায়ীরা জানান, এই এলাকার অন্তত এক শ জন মানুষ এ ব্যবসার সঙ্গে জড়িত। শুঁটকি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করেন তাঁরা। এটিই তাঁদের উপার্জনের একমাত্র পথ। এবার দেশি প্রজাতির মাছের সংকট রয়েছে। এ জন্য দুশ্চিন্তায় আছেন তাঁরা। বাজারে মাছ পাওয়া গেলেও অতিরিক্ত দাম এবং পরিমাণে অল্প হওয়ায় সেগুলো দিয়ে ব্যবসা চলে না। ফলে লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।
ভরতেঁতুলিয়া গ্রামের ব্যবসায়ী মনজুর মোল্লা বলেন, ‘শুঁটকি ব্যবসার সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। মাছসংকটে এবার অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে এ ব্যবসা আর চালাতে পারব না।’
উসমান শেখ নামের আরেক ব্যবসায়ী বলেন, পুঁটি, চান্দা, রাইখর, সাটিসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছের শুঁটকি তৈরি করা হয়। এর মধ্যে পুঁটি ও সাটি মাছের শুঁটকির চাহিদা ভালো। তবে এবার মাছের সরবরাহ কম থাকায় এখনো উৎপাদন শুরুই করতে পারেননি তিনি।
শুঁটকি ব্যবসায়ী মোজাহার মোল্লা বলেন, অল্প কিছু মাছ পাওয়া গেলেও দাম বেশি। শুঁটকি তৈরির সাজসজ্জা বানানো হলেও মাছের অভাবে সেগুলো পড়ে আছে।
এ বিষয়ে নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিমুল ইসলাম বলেন, মাছের কোনো সংকট নেই। তবে বর্ষা কম হওয়ায় দেশি প্রজাতির মাছ অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে। এ জন্য শুঁটকি ব্যবসায়ীদের কিছুটা সমস্যা হতে পারে।
নওগাঁর আত্রাইয়ে এবার দেশি মাছের তীব্র সংকট দেখা গেছে। এ কারণে শুঁটকি তৈরির ভরা মৌসুমেও মাছের দেখা মিলছে না। এতে শুঁটকিপল্লিতে ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও স্থবিরতা দেখা দিয়েছে।
জানা গেছে, শুঁটকি উৎপাদনে আত্রাই প্রসিদ্ধ। দেশের ১৫-২০ জেলাতে বাজারজাত হয় এখানকার শুঁটকি। আর এই শুঁটকি তৈরি করে জীবিকা নির্বাহ করেন এ অঞ্চলের তিন শতাধিক পরিবার।
সরেজমিনে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের শুঁটকিপল্লিতে গিয়ে দেখা গেছে, এবার দেশি মাছের তীব্র সংকটের কারণে শুঁটকি তৈরির মৌসুমেও সেখানে মাছের দেখা নেই। রোদে মাছ শুকানোর মাচা ও চাতাল তৈরি করা হলেও সেগুলো মাছশূন্য হয়ে পড়ে আছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিগত বছরগুলোর মতো এবারও আত্রাইয়ে বর্ষা মৌসুমে তেমন বৃষ্টি না হওয়ায় নদী ও খাল-বিলে তেমন মাছ জন্ম নেয়নি। এ ছাড়া পানি আগাম শুকিয়ে যাওয়ায় দেখা মিলছে না দেশি মাছের। হাটগুলোতে মাছের সরবরাহ একেবারেই কম, যা শুঁটকি তৈরির জন্য যথেষ্ট নয়। ফলে শুঁটকি ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।
ব্যবসায়ীরা জানান, এই এলাকার অন্তত এক শ জন মানুষ এ ব্যবসার সঙ্গে জড়িত। শুঁটকি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করেন তাঁরা। এটিই তাঁদের উপার্জনের একমাত্র পথ। এবার দেশি প্রজাতির মাছের সংকট রয়েছে। এ জন্য দুশ্চিন্তায় আছেন তাঁরা। বাজারে মাছ পাওয়া গেলেও অতিরিক্ত দাম এবং পরিমাণে অল্প হওয়ায় সেগুলো দিয়ে ব্যবসা চলে না। ফলে লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।
ভরতেঁতুলিয়া গ্রামের ব্যবসায়ী মনজুর মোল্লা বলেন, ‘শুঁটকি ব্যবসার সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। মাছসংকটে এবার অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে এ ব্যবসা আর চালাতে পারব না।’
উসমান শেখ নামের আরেক ব্যবসায়ী বলেন, পুঁটি, চান্দা, রাইখর, সাটিসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছের শুঁটকি তৈরি করা হয়। এর মধ্যে পুঁটি ও সাটি মাছের শুঁটকির চাহিদা ভালো। তবে এবার মাছের সরবরাহ কম থাকায় এখনো উৎপাদন শুরুই করতে পারেননি তিনি।
শুঁটকি ব্যবসায়ী মোজাহার মোল্লা বলেন, অল্প কিছু মাছ পাওয়া গেলেও দাম বেশি। শুঁটকি তৈরির সাজসজ্জা বানানো হলেও মাছের অভাবে সেগুলো পড়ে আছে।
এ বিষয়ে নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিমুল ইসলাম বলেন, মাছের কোনো সংকট নেই। তবে বর্ষা কম হওয়ায় দেশি প্রজাতির মাছ অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে। এ জন্য শুঁটকি ব্যবসায়ীদের কিছুটা সমস্যা হতে পারে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪