Ajker Patrika

উৎসবমুখর পরিবেশে ভোট

বগুড়া ও সারিয়াকান্দি প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০২
উৎসবমুখর পরিবেশে ভোট

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার চার উপজেলার ২২ ইউপিতে গতকাল সোমবার উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে টানা ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বরাবরের মতো নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়। এ দিন ভোট হয় ২১৫টি কেন্দ্রে। সব ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হয়।

২২ ইউপির মধ্যে সারিয়াকান্দির ১১ ইউপিতে গতকাল ভোট হয়। উপজেলার ১০৫টি ভোটকেন্দ্রে হয় ভোট। ৬ষ্ঠ ধাপে ভোট হচ্ছে সদরের ফাঁপোড় ও রাজাপুর, গাবতলী উপজেলার সোনারায় ও নেপাতলী ইউনিয়ন ও সোনাতলা উপজেলার ৭টি ইউনিয়নে। গাবতলীতে চেয়ারম্যান পদের এক প্রার্থী সম্প্রতি মারা যাওয়ায় উপজেলার সুখানপুর ইউপির ভোট স্থগিত করা হয়েছে।

সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বরইকান্দি গ্রামের ষাটোর্ধ্ব অমেলা বিবি জানান, ‘কয়েক দিন ধরেই শরীর উটিচ্চে না। মেম্বারেরা মেলা অনুরোধ করে বলে আচ্চে। তাই হামার নাতির সঙ্গে কষ্ট করে কুনোমুতে ভুটটা দিবের আচ্চি।’

ভোটের মাঠে চেয়ারম্যান পদে ১৩৩ জন, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডে সদস্যসহ মোট ১ হাজার ২৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সরেজমিনে কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে।

সকাল ৮টার আগে থেকেই কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়াতে শুরু করেন ভোটারেরা। কেন্দ্রগুলোতে নারী-পুরুষের সমান উপস্থিতি দেখা গেছে।

এডিশনাল এসপি (ক্রাইম) আবদুর রশিদ জানান, সব ভোটকেন্দ্রে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।

২২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দুদিন আগে থেকেই কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করে জেলা পুলিশ ও প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত