Ajker Patrika

রাজনৈতিক উত্তাপ বাড়ছে ত্রিপুরার নির্বাচন ঘিরে

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩: ২৬
Thumbnail image

পৌরসভা ও নগর পঞ্চায়েতের ভোটকে ঘিরে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা গেছে। বিজেপি শাসিত রাজ্যে চরম নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। তবে ক্ষমতাসীন বিজেপির পাল্টা অভিযোগ, পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় গিয়ে তৃণমূলের নেতারাই অশান্তি ছড়াচ্ছেন। এদিকে, খুনের চেষ্টার অভিযোগে গত রোববার গ্রেপ্তার হওয়া বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়নী ঘোষ গতকাল সোমবার জামিন পেয়েছেন।

আগামী বৃহস্পতিবার ত্রিপুরার পৌর নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি ও বামদের মধ্যেই মূলত লড়াই হবে। কিন্তু তৃণমূলও গত তিন-চার মাসে নিজেদের ক্ষমতা বাড়িয়ে লড়াইয়ে নজর কেড়েছে। শহরাঞ্চলের এই ভোটকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক অশান্তি। গতকাল আগরতলায় ভোট প্রচারের কথা ছিল আগরতলার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। সাংবাদিক সম্মেলন করে অভিষেক অভিযোগ করেন, ‘মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকার গণতন্ত্রকে লুট করেছে। হিংসার রাজত্ব কায়েম করেছে বিজেপি। ত্রিপুরায় পুলিশ, আইনজীবী, সাংবাদিক, ডাক্তার, নার্সসহ সব পেশার মানুষই বিজেপির গুন্ডাবাহিনীর হাতে আক্রান্ত। থানার ভেতরে পুলিশকেও মারধর করা হচ্ছে।’ তবে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের অভিযোগ, ‘কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই তৃণমূলের। তাই নাটক করছেন তৃণমূলের নেতারা।’

এদিকে, গতকাল দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন তৃণমূল সাংসদেরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁদের সঙ্গে ছিলেন। তিনিও এর আগেও ত্রিপুরার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তৃণমূল নেতারা জানান, ত্রিপুরায় আর অশান্তি হবে না বলে অমিত শাহ তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে, বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষে রোববার চার সাংবাদিক জখম হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত