Ajker Patrika

স্কুল ও আশ্রয়কেন্দ্র হস্তান্তর

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
স্কুল ও আশ্রয়কেন্দ্র হস্তান্তর

পটুয়াখালীর দুমকীতে স্কুল ও সাইক্লোন শেল্টার সেন্টার (ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র) নির্মাণকাজ শেষে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার দুমকী উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক উন্নয়ন ব্যাংক নির্মিত চর বয়েড়া মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ভবনের চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ইসলামী উন্নয়ন ব্যাংকের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রামের প্রধান পোর্টফোলিও ব্যবস্থাপক আবদুল্লাহ মোহাম্মদ সাঈদ, কর্মসূচি সমন্বয় অফিসের কান্ট্রি কো-অর্ডিনেটর মো. আরিফ শহিদ, প্রকল্প পরিচালক পল নরম্যান বার্ড, দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার, ইউএনও মো. আল ইমরান প্রমুখ।

উপাচার্য জানান, এই সাইক্লোন শেল্টার কাম স্কুল হস্তান্তর কর্মসূচির মাধ্যমে ২৪০ জন শিক্ষার্থী শিক্ষা পাবে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ২ হাজার মানুষ এবং ৫০০ গবাদিপশু একটি ভবনে আশ্রয় নিতে পারবে।

মো. আরিফ শহিদ জানান, ভবনগুলো প্রতি ঘণ্টায় ২৬০ কিলোমিটার পর্যন্ত বায়ুপ্রবাহ (ঘূর্ণিঝড়) প্রতিরোধ করতে সক্ষম। এ ছাড়া সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎব্যবস্থাসহ অন্যান্য সুবিধা সংযোজিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত