Ajker Patrika

কর্মীকে ডেকে নিয়ে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৬: ১০
কর্মীকে ডেকে নিয়ে হত্যা

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়া ইউনিয়নে ছাত্তার সরকার (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্বজনেরা। গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়নের নলবুনিয়াকান্দি গ্রামে নিজ বাড়ির পাশের বাগানের একটি গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ওই ইউনিয়নের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের বিরোধের জেরে ছাত্তারকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত সাত্তার চরকেওয়া ইউনিয়নের নলবুনিয়া কান্দি গ্রামের সুরুজ সরকারের ছেলে। তার স্বজন ও স্থানীয় লোকজন জানান, তৃতীয় দফায় চর কেওয়ার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) আক্তারুজ্জামান ও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী (চাপকল) ইমরান কবিরের সমর্থক ছিলেন। গতকাল সকালে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবদুস সাত্তারের ছেলে সাগর সর্দার জানান, গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর বাবা ফোন পেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর তিনি রাতে বাসায় ফেরেননি। সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে তাঁরা জানতে পারেন, পাশের একটি বাগানে তাঁর বাবার লাশ ঝুলছে। তাঁর বাবাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।

আবদুস সাত্তারের স্ত্রী শিউলি বেগম বলেন, ‘আমার স্বামী আনারস ও চাপকলের প্রার্থীর সমর্থক ছিল। স্বামীকে ইউপি সদস্য প্রার্থী (আপেল) বজলুর রহমানের লোকজন অনেক দিন ধরে ভয়ভীতি দেখাচ্ছিলেন, যেন তিনি আনারস ও চাপকলকে সমর্থন না করেন। এ নিয়ে আমার স্বামী খুব আতঙ্কে ছিলেন। প্রায় সময় আমাকে বলতেন, শত্রুপক্ষের লোকজন তাঁকে মেরে ফেলবে। এ ভয়ে সে বাড়ি থেকেও বের হতেন না।’

বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান অভিযোগ করে জানান, আফসার উদ্দিনের লোকজন তিন-চারটা মাইক্রোবাস নিয়ে প্রতিদিন নলবুনিয়াকান্দি এলাকায় গিয়ে তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দেন। তাঁর পক্ষে কাজ করার জন্যই সাত্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বজলুর রহমান বলেন, ‘আমরাও চাই, সত্য উদ্‌ঘাটন হোক। ইমরানের লোকজন আমার ক্যাম্প, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। নির্বাচনে ফায়দা নেওয়ার জন্য ঘটনাটি অন্য দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। আমার অপরাধ—আমি নৌকার চেয়ারম্যান প্রার্থীর সমর্থক। এটি একটি পরিকল্পিত ঘটনা।’

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক এম এ কালাম বলেন, ‘হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। গলায় ফাঁসি দিয়ে ঝুলে থাকার চিহ্ন দেখা গেছে। তবে শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন ছিল না। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, ‘শুনেছি, সকালে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে। বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হচ্ছে।’

সুমন দেব আরও বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যারা এলাকায় সহিংসতার চেষ্টা করছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি ঘটনাকে অন্য দিকে প্রবাহিত করার সুযোগ নেই। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত রোববার রাতে একই ওয়ার্ডের খাসকান্দি এলাকায় নৌকার প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়া এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামানের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ওই গ্রামের এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত