Ajker Patrika

প্রথমবার অন্যের সুরে নাটকের গানে রুমি

প্রথমবার অন্যের সুরে নাটকের গানে রুমি

সংগীতশিল্পী আরফিন রুমি সাধারণত নিজের সুরে গান করেন। অডিও আর সিনেমা মিলিয়ে মাত্র তিন-চারবার এর ব্যতিক্রম ঘটেছে। এবার অন্যের সুরে নাটকের জন্য গান গাইলেন তিনি। ‘প্রাণসখিয়া’ শিরোনামের এ গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন পল্লবী রায়।

‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকের জন্য তৈরি হয়েছে গানটি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মালাইকা চৌধুরী। নাটকটির মাধ্যমে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকার অভিষেক হচ্ছে অভিনয়ে। নাটকের গল্প লিখেছেন মেহজাবীন।

আরফিন রুমি বলেন, ‘রাজের নাটক বলেই কাজটি করতে রাজি হওয়া। আমার ওপর তাঁর অধিকার আছে। কণ্ঠ বুঝে তিনি গানটিতে আমাকে কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচন করেছেন। প্রাণসখিয়া সুন্দর একটি গান। কথা ও সুর দারুণ। নতুন প্রজন্মের সুরকার নাভেদ পারভেজ ও গায়িকা পল্লবী রায়ের সঙ্গে আমার এই সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে আশা করি।’

প্রাণসখিয়া গানটি লিখেছেন ওয়াসিক সৈকত, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। নাভেদ বলেন, ‘সুর করার পরই মনে হয়েছে এই গানে আরফিন রুমির কণ্ঠ মানাবে। তবে তিনি সাধারণত অন্যের সুরে গান করেন না। শেষ পর্যন্ত রাজ ভাইয়ের সুবাদে তাঁকে পাওয়া সম্ভব হয়েছে। আর পল্লবী রায় আমার সুর করা বেশ কিছু গান আগে গেয়েছে। আশা করি, সেগুলোর মতো নতুন গানটিও শ্রোতার মন জয় করবে।’

নাভেদ পারভেজমুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ ও ‘তারকাঁটা’র সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এ ছাড়া ‘সম্রাট’ সিনেমার জন্য দুটি গান করেছিলেন তিনি। রাজের সবশেষ সিনেমা ‘ওমর’-এ সোমেশ্বর অলির কথা ও স্যাভির সুর-সংগীতে ‘রব জানে’ গানে কণ্ঠ দেন রুমি।

বড় পর্দার জন্য অন্যের সুরে গাওয়া তাঁর গানের তালিকায় আরও আছে ‘এই তো প্রেম’ সিনেমায় হাবিব ওয়াহিদের সুর-সংগীতে ‘হৃদয়ে আমার বাংলাদেশ’, ‘কুসুমপুরের গল্প’তে ফেরদৌস ওয়াহিদের সুরে ‘ঝলমল জলসা’ এবং ‘নদীর বুকে চাঁদ’ সিনেমায় শওকাতের সুর-সংগীতে ‘ও প্রিয়তমা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...