Ajker Patrika

‘মাদককে নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে’

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ০৫
‘মাদককে নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে’

সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মোবাইল, ইন্টারনেটের অপব্যবহার ও মাদকের ভয়াবহতা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে লিংক-৩ টেকনোলজিস লিমিটেডের সৌজন্যে এ অনুষ্ঠান হয়।

বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২১০ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. আহসান হাবিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২১০ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সংরক্ষণ) ও বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহসভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ নেশা। এর মাধ্যমে তরুণ ও যুবকেরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদককে নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। শুধু সরকার বা প্রশাসনের একার পক্ষে এই লড়াই করা সম্ভব নয়।

সন্তানেরা যাতে মাদকের দিকে ধাবিত না হয় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। মাদক ছাড়াও বর্তমানে শিক্ষার্থীরা ইন্টারনেট জগতে আসক্ত হয়ে পড়ছে। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ানক। ইন্টারনেটের অপব্যবহার রোধেও সবাইকে কাজ করতে হবে।

বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত