Ajker Patrika

শ্রমিকদের কর্মসূচিতে ভবন মালিকের হামলা

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ০৮: ৫৫
শ্রমিকদের কর্মসূচিতে ভবন মালিকের হামলা

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানায় অবস্থানের সময় ভবন মালিক ও স্থানীয় বিএনপি নেতার হামলার শিকার হয়েছেন ভুক্তভোগী শ্রমিকেরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ। এর আগে গত বুধবার আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আলিফ ফ্যাশনের ভেতর এ ঘটনা ঘটে। তবে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবারও কারখানার সামনে অবস্থান নেন।

অভিযুক্ত ভবন মালিক ও বিএনপি নেতা হলেন আসাদুল্লাহ আহমেদ দুলাল। তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণি ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী।

শ্রমিকেরা জানান, গত জানুয়ারি মাসে ১১৪ জন শ্রমিক নিয়ে ওই কারখানা চালু করা হয়। পরের মাস থেকেই শ্রমিকদের বেতন পরিশোধে টালবাহানা শুরু করে কর্তৃপক্ষ। দুই মাস বেতন দিলেও গত এপ্রিল মাসের বেতন দিতে আবারও টালবাহানা শুরু করে কর্তৃপক্ষ। গত এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য গত ১৩ মে দিন ধার্য করা হয়। এর পর ১৫ ও ১৮ মে তারিখ পরিবর্তন করা হয়। গত ১৮ মে বেতন পরিশোধ না করলে কারখানায় অবস্থান নেন শ্রমিকেরা। পরে ২২ তারিখে বাধ্য হয়ে বেতনের কিছু অংশ পরিশোধ করে কর্তৃপক্ষ। বাকি বেতনের দাবিতে অনড় অবস্থানে থাকেন শ্রমিকেরা। পরবর্তীতে গত ২৫ মে ভোরে কারখানা ভবনের মালিক ও বিএনপি নেতা দুলাল দরজার লক ভেঙে নারী শ্রমিকদের ওপর হামলা করেন। এ সময় নারী পোশাক শ্রমিকেরা হামলার শিকার হন।

কারখানায় অবস্থানরত শ্রমিক জামিলা বলেন, ‘আমরা কারাখানার ভেতরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। কিন্তু গত ২২ তারিখ ভোরে কারখানা মালিক দুলাল হঠাৎ গেটের লক ভেঙে ভেতরে ঢুকে হামলা করেন। এ সময় নারী শ্রমিকদের হাত টানা হয়, ঘাড়ে ধাক্কা দেওয়া হয়। তাঁদের মারধর করে কারখানা থেকে বের করে দেওয়া হয়। পরে আমরা থানায় গিয়ে সাধারণ ডায়েরি করি।’

সাধারণ ডায়েরির বাদী ও শ্রমিক মোমিন বলেন, ‘অহেতুক মারধর করা হয়েছে। ভোরবেলাও তিনি শ্রমিকদের ওপর হামলা করেছিলেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।’

এ ব্যাপারে অভিযুক্ত আসাদুল্লাহ আহমেদ দুলাল বলেন, ‘আমার কোনো গার্মেন্টস নেই। আমি ভবন ভাড়া দিয়েছিলাম। সেখানে ঝামেলা ছিল, তাই প্রশাসনের অনুরোধে সেখানে গিয়েছিলাম।’

হামলার ব্যাপারে দুলাল বলেন, ‘এসব যদি আমি করে থাকি, তাঁর ভিডিও আমার কাছে রয়েছে। কিন্তু ওদের কাছে কোনো অ্যাভিডেন্স নাই।’

এ ব্যাপারে কারখানার মালিক হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন এ বিষয়ে বলেন, ‘দেশের অর্থনীতির হাতিয়ার যাঁরা, তাঁদের পাওনা থেকে বঞ্চিত করে, আবার তাঁদের ওপরই নির্যাতন করা অত্যন্ত অমানবিক। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। একই সঙ্গে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং নির্যাতনের বিচার দাবি করছি।’

আশুলিয়া থানার উপপরিদর্শক শ্যামলেন্দু ঘোষ বলেন, ‘এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত