Ajker Patrika

কলারোয়ায় শিশুদের উল্লাস

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১১: ১১
Thumbnail image

সাতক্ষীরার কলারোয়ায় করোনা মহামারির পর এ বছর মহান স্বাধীনতা দিবস পালনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও চিত্রাঙ্কনসহ নানান কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিশুরা উচ্ছ্বাস আর প্রফুল্লতা নিয়ে অংশ নেয়।

গতকাল শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলারোয়ার ২৫ নম্বর দামোদরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অতপর শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে শুরু হয় স্বাধীনতা দিবস উদ্‌যাপন।

বিদ্যালয়ের সভাপতি শিক্ষক তজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩০০ জন ছাত্র-ছাত্রী চিত্রাঙ্কন, সংগীত ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যাটাগরির ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

সরেজমিনে দেখা যায়, চিত্রাঙ্কন রচনা সংগীত প্রতিযোগিতাসহ প্রতিযোগী শিশু থেকে পঞ্চম শ্রেণির ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের মাঠের বিভিন্ন ধরনের পৃথক খেলায় খুব আনন্দ ও উৎফুল্ল তায় মেতেছে। স্কুল আঙিনায় প্রতিযোগিতায় অংশ নিয়ে খেলছে কোমলমতি শিশুদের পাশাপাশি অভিভাবকরাও। সকলের মাঝে আনন্দ উল্লাস ও দিবসটি উদ্‌যাপনের ভক্তি যেন মিলন মেলার কোনো অংশ থেকে কম নেই।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন বলেন, ৩০ লাখ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আজ স্বাধীনতা দিবসকে ঘিরে স্কুলে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে গল্প রচনা, কোমলমতি শিশুদের জন্য ব্যাঙ লাফ, মাটির নিচ থেকে গুপ্তধন উদ্ধার, বক্সে বল নিক্ষেপ, মোরগ লড়াই, দীর্ঘ লাভ, মুখে চামচে মার্বেল রেখে দৌড়, তুর্কি দৌড়, স্লো বাইসাইকেল রেস, অভিভাবক মহিলাদের বালিশ খেলা, পুরুষ অভিভাবকদের বাক্সে বল নিক্ষেপ এবং দুপুরে সকলের জন্য সুস্বাদু খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। দুপুরের পর প্রথম, দ্বিতীয়ও তৃতীয় বিজয়ীদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হবে।

নিলুফা ইয়াসমিন আরও বলেন, গত বছর করোনায় স্কুল বন্ধ ছিল। আজ সকল শিশুদের মনে যেমন আনন্দ পেয়েছে তেমনি প্রফুল্লতাও পেয়েছে।

চতুর্থ শ্রেণির ছাত্রী মণিকা রানি বলেন, ‘অনেক দিন পর স্কুলের সকল বন্ধুরা মিলে অনেক ধরনের খেলা ও প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছি। সকলে অনেক আনন্দ করেছি। পাশাপাশি মাটির নিচে চকলেট লুকিয়ে রাখা ‘গুপ্তধন উদ্ধার’ খেলায় প্রথম পুরস্কার ও ব্যাঙ লাফে দ্বিতীয় পুরস্কার পেয়েছি।’

পঞ্চম শ্রেণির ছাত্র আসাদুল ইসলাম বলেন, ‘করোনা আসার পর থেকে বাড়ি বা স্কুলের কোথাও বন্ধুরা মিলে খেলায় করতে পারেনি। স্বাধীনতা ও জাতীয় দিবসকে ঘিরে স্কুলের সহপাঠীদের সঙ্গে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে যেমন আনন্দ পেয়েছি। তেমনি এলাকার লোকজন সকলে মিলে খেলাও করেছি। আবার পুরস্কারও পেয়েছি।’

ইউপি সদস্য তাইজুল হোসেন বলেন, ‘মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপনে কোনোরকম ঘাটতি রাখা হয়নি। সব নিয়ম মেনে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক অভিভাবক এলাকাবাসী সবাই অংশগ্রহণ করেছে স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠানে। স্কুলে মধ্যাহ্নভোজের পরে পুরস্কার বিতরণ করা হয়েছে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে।’

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা কলারোয়া সাতক্ষীরা ১ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জমির সদস্য শেখ আবদুল্লাহ ইউপি সদস্য আসলাম আলী দুলাল, আবদুল আলিম, সাবেক ছাত্র বিপ্লব হোসেন, রাসেল হোসেন, আশিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত