Ajker Patrika

ভারতে পাচার তরুণীকে দেশে ফেরত

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ৪৯
Thumbnail image

ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতেকরা এক তরুণীকে দেশে ফেরত পাঠিয়েছে কলকাতার পুলিশ।

গতকাল বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা তরুণীর বাড়ি যশোরে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘ভারত থেকে ফেরত আসা তরুণীকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আইনি সহায়তা দিতে বেসরকারি সংস্থা (এনজিও) জাস্টিস অ্যান্ড কেয়ার জিম্মায় নিয়েছে।’

জাস্টিস অ্যান্ড কেয়ারের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা মুহিত হোসেন বলেন, ‘সংসারে অভাব–অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালেরা মানব পাচার করে আসছে।’

তিনি বলেন, ‘পরে ভালো কাজ না পেয়ে প্রতারণার শিকার মানুষগুলো ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন। আদালতের মাধ্যমে তাঁদের আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থার আশ্রয় কেন্দ্রে। পরে তাঁদের নাগরিকত্ব যাচাই–বাছাই শেষে দেশে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত