Ajker Patrika

ভারতে পাচার তরুণীকে দেশে ফেরত

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ৪৯
ভারতে পাচার তরুণীকে দেশে ফেরত

ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতেকরা এক তরুণীকে দেশে ফেরত পাঠিয়েছে কলকাতার পুলিশ।

গতকাল বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা তরুণীর বাড়ি যশোরে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘ভারত থেকে ফেরত আসা তরুণীকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আইনি সহায়তা দিতে বেসরকারি সংস্থা (এনজিও) জাস্টিস অ্যান্ড কেয়ার জিম্মায় নিয়েছে।’

জাস্টিস অ্যান্ড কেয়ারের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা মুহিত হোসেন বলেন, ‘সংসারে অভাব–অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালেরা মানব পাচার করে আসছে।’

তিনি বলেন, ‘পরে ভালো কাজ না পেয়ে প্রতারণার শিকার মানুষগুলো ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন। আদালতের মাধ্যমে তাঁদের আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থার আশ্রয় কেন্দ্রে। পরে তাঁদের নাগরিকত্ব যাচাই–বাছাই শেষে দেশে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত