মো. শামীম রেজা, রাজবাড়ী
পশু খামারিদের করোনাকালীন প্রণোদনার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) মাসুদ আহমেদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, টাকা চাইতে গেলে তাঁদের মামলারও হুমকি দেওয়া হয়। সম্প্রতি এর প্রতিকার চেয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকার প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে আর্থিক প্রণোদনা দেয়। বিষয়টি খামারিদের জানা ছিল না। জামালপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এলএসপি মাসুদ এলাকার কমপক্ষে ৩০ জন খামারির কাছ থেকে মোবাইল সিম সংগ্রহ করে টাকা তুলে নিয়েছেন। নানা কৌশলে মাসুদ তাঁদের কাছ থেকে সিম নেন। কাউকে বলেছেন, সিম দিলেই প্রাণিসম্পদ অফিস থেকে টাকা দেবে। আবার বিকাশে একজন তাঁকে টাকা পাঠাবেন বলে সিম সংগ্রহ করেছেন।
বাধুলি খালকুলা এলাকার বাসিন্দা অহিদ শেখ জানান, মাসুদ তাঁর কাছে এসে মোবাইল নম্বরটি বিকাশ করা কি না জানতে চান। হ্যাঁ বললে মাসুদ বলেন, একজন বিকাশে টাকা পাঠাবে, এ জন্য সিমটি প্রয়োজন। টাকা তুলে সিমটি ফেরত দেবেন। সরল বিশ্বাসে সিম দেন। কিন্তু সিমটি আর ফেরত দেননি। পরে তিনি সংশ্লিষ্ট মোবাইল কোম্পানির অফিসে গিয়ে সিমটি তুলে চালু করেন। এরপর মেসেজে দেখেন ২২ হাজার টাকা তাঁর নামে এসেছিল। ওই টাকা চাইতে গেলে মাসুদ মামলা করার হুমকি দেন।
একই এলাকার জসীম শেখ জানান, মাসুদ তাঁর একটি সিম নিয়েছিলেন গরুর খামারিদের টাকা দেবেন বলে। কিন্তু সিমটি আর ফেরত দেননি। সিম চাইলে বলে হারিয়ে গেছে। পরে সাংবাদিকের কাছে জানানো হবে বললে সিমটি ফেরত দেন।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, মাসুদ আহমেদকে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য এলএসপি নিয়োগ দেওয়া হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ভেটেরিনারি সার্জন মো. শাহীনুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে।
ইউএনও আম্বিয়া সুলতানা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তের জন্য প্রাণিসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো তদন্ত প্রতিবেদন পাননি।
অভিযুক্ত মাসুদ আহমেদের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।
পশু খামারিদের করোনাকালীন প্রণোদনার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) মাসুদ আহমেদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, টাকা চাইতে গেলে তাঁদের মামলারও হুমকি দেওয়া হয়। সম্প্রতি এর প্রতিকার চেয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকার প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে আর্থিক প্রণোদনা দেয়। বিষয়টি খামারিদের জানা ছিল না। জামালপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এলএসপি মাসুদ এলাকার কমপক্ষে ৩০ জন খামারির কাছ থেকে মোবাইল সিম সংগ্রহ করে টাকা তুলে নিয়েছেন। নানা কৌশলে মাসুদ তাঁদের কাছ থেকে সিম নেন। কাউকে বলেছেন, সিম দিলেই প্রাণিসম্পদ অফিস থেকে টাকা দেবে। আবার বিকাশে একজন তাঁকে টাকা পাঠাবেন বলে সিম সংগ্রহ করেছেন।
বাধুলি খালকুলা এলাকার বাসিন্দা অহিদ শেখ জানান, মাসুদ তাঁর কাছে এসে মোবাইল নম্বরটি বিকাশ করা কি না জানতে চান। হ্যাঁ বললে মাসুদ বলেন, একজন বিকাশে টাকা পাঠাবে, এ জন্য সিমটি প্রয়োজন। টাকা তুলে সিমটি ফেরত দেবেন। সরল বিশ্বাসে সিম দেন। কিন্তু সিমটি আর ফেরত দেননি। পরে তিনি সংশ্লিষ্ট মোবাইল কোম্পানির অফিসে গিয়ে সিমটি তুলে চালু করেন। এরপর মেসেজে দেখেন ২২ হাজার টাকা তাঁর নামে এসেছিল। ওই টাকা চাইতে গেলে মাসুদ মামলা করার হুমকি দেন।
একই এলাকার জসীম শেখ জানান, মাসুদ তাঁর একটি সিম নিয়েছিলেন গরুর খামারিদের টাকা দেবেন বলে। কিন্তু সিমটি আর ফেরত দেননি। সিম চাইলে বলে হারিয়ে গেছে। পরে সাংবাদিকের কাছে জানানো হবে বললে সিমটি ফেরত দেন।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, মাসুদ আহমেদকে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য এলএসপি নিয়োগ দেওয়া হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ভেটেরিনারি সার্জন মো. শাহীনুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে।
ইউএনও আম্বিয়া সুলতানা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তের জন্য প্রাণিসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো তদন্ত প্রতিবেদন পাননি।
অভিযুক্ত মাসুদ আহমেদের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫