Ajker Patrika

ইউপি কর্মচারীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১০: ৫৮
ইউপি কর্মচারীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার তৈলকাই এলাকায় ইউপির সহকারী উদ্যোক্তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাজির হোসেন ওরফে নাজিম মোড়ল, মো. ফয়সাল ওরফে জুয়েল ও মো. মিলন। তিনজনই লৌহজং উপজেলার মশদগাঁওয়ের বাসিন্দা। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি চাকু, লাইটার পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মোমেন। তিনি বলেন, হত্যার ঘটনায় মামলার পর থেকেই থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার কয়েকটি টিম একসঙ্গে কাজ করে। প্রযুক্তির সহায়তায় ঢাকা ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা মূলত ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ব্যাংক থেকে ফেরার পথে বারেক শেখকে (৩৪) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত