Ajker Patrika

করোনায় গর্ভকালীন জটিলতা বাড়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১১: ৪২
করোনায় গর্ভকালীন জটিলতা বাড়ে

কোভিডমুক্ত হওয়ার পরে আক্রান্ত ব্যক্তির হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে। কোভিডে আক্রান্ত গর্ভবতী নারীদের গর্ভকালীন জটিলতা অন্যান্য স্বাভাবিক গর্ভবতীদের থেকে বেশি হয়। আক্রান্ত গর্ভবতীর সদ্যোজাত সন্তানও জন্মগতভাবেই হৃদ্‌রোগ এবং ওজনস্বল্পতার মতো সমস্যা নিয়ে ভূমিষ্ঠ হয়। প্ল্যানিং মনিটর রিসার্চ অপারেশনের আওতায় পরিচালিত এক গবেষণার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গতকাল রোববার মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে ‘গবেষণা কার্যক্রমের ফলাফল অবহিতকরণ কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, ২০২০-২০২১ অর্থবছরে দেশের প্রধান হাসপাতাল ও স্বাস্থ্যসংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানে ১৪২টি গবেষণা করা হয়। পিএমআর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় এসব গবেষণা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কনসাল্ট (বিএমআরসি), বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট, আইইডিসিআর, নিপসমসহ বিভিন্ন প্রতিষ্ঠান। গতকালের অনুষ্ঠানে এসব গবেষণার ফল সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত