Ajker Patrika

সিলেটে আ.লীগের চার নেতা বহিষ্কার

সিলেট ও গোয়াইনঘাট প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৯: ৩৮
সিলেটে আ.লীগের চার নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও ৪ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। এর আগে মঙ্গলবার ছয়জনকে বহিষ্কার করা হয়। গতকাল তাঁদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

বহিষ্কার নেতারা হলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ফতেহপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং ডৌবাড়ি ইউপির চেয়ারম্যান প্রার্থী এম নিজাম উদ্দিন, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম এবং উপজেলা যুবলীগের সদস্য ও লেঙ্গুরা ইউপির বিদ্রোহী প্রার্থী গোলাম কিবরিয়া রাসেল।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই দফায় ১১ জন আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে দক্ষিণ সুরমার ছয়জন, জৈন্তাপুরের একজন ও গোয়াইনঘাটের চারজন রয়েছেন। এসব নেতা আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল বলেন, দলের নির্দেশ অমান্য করে দলীয় মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় কেন্দ্রের নির্দেশে ৪ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে গোয়াইনঘাট উপজেলার ৬টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৬টি ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত