Ajker Patrika

২০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

ভোলা প্রতিনিধি
২০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

ভোলার চরফ্যাশন উপজেলায় জেলেদের জালে ধরা পড়া ২০ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করেছে চরমানিকা কোস্টগার্ড। গতকাল শুক্রবার দুপুরে এ কচ্ছপটি ধরা পড়ে।

কচ্ছপটি চরমানিকা বন বিটের  কর্কার্কার কাছে হস্তান্তর করা হলে বন বিভাগের লোকজন শুক্রবার বিকেলে সেটিকে চর ইসলাম সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করে দেয়।

জানা গেছে, চরমানিকা কোস্টগার্ডের সদস্যরা শুক্রবার দুপুরে চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া খাল এলাকায় জেলেদের মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ২০ কেজি ওজনের ওই কচ্ছপটি উদ্ধার করা হয়। পরে সেটিকে চরমানিকা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বিকেলে বন বিভাগের লোকজন সেটিকে চর ইসলাম সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করে দেয়।

এ বিষয়ে চরমানিকা বন-বিটের কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, উদ্ধারকৃত কচ্ছপটি চরমানিকা বন-বিটের আওতাধীন চর ইসলাম সংলগ্ন মেঘনা নদীতে শুক্রবার বিকেলে অবমুক্ত করা হয়। জেলেদের জালে ধরা পড়েছিল কচ্ছপটি।

ভোলার উপকূলীয় বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, চরফ্যাশনে উদ্ধার হওয়া কচ্ছপটি ওলি ব্রিড লে প্রজাতির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত