Ajker Patrika

মেয়র রাবেলের বহিষ্কারাদেশ স্থগিত

গোলাপগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ১৭
Thumbnail image

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের ওপর সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার আদালত এ আদেশ বাতিল করেন। এ তথ্য নিশ্চিত করেন আমিনুল ইসলাম রাবেলের আইনজীবী ব্যারিস্টার মোর্শেদ কামাল টিপু।

মোর্শেদ কামাল বলেন, বিচারপতি মো. খছরুরজ্জামান ও বিচারপতি মো. মাহমুদুল হাসান তালুকদারের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রাবেলের স্থগিত আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন। এ আদেশের ফলে রাবেলের গোলাপগঞ্জ পৌর মেয়র পদে পুনরায় বহাল থাকতে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে ৬ ডিসেম্বর মন্ত্রণালয়ের বিরুদ্ধে একটি বক্তব্যের কারণে আলোচনায় আসেন রাবেল। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। ওই দিনই স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এ আদেশ বাতিলে মেয়র রাবেল হাইকোর্টে আপিল করেন। আপিলের পরিপ্রেক্ষিতে তাঁর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত