Ajker Patrika

‘মাদকমুক্ত নগরী গড়ে তোলার চেষ্টা করছি’

খুলনা প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬: ৪৬
‘মাদকমুক্ত নগরী গড়ে তোলার চেষ্টা করছি’

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘মাদকাসক্তি সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। মাদকের অভিশাপ থেকে যুব সমাজকে বাঁচাতে খুলনাকে মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

নগরীর আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে ‘মাদক ও কোভিড-১৯ প্রতিরোধে মেডিকেল শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন। শেখ নুরুল ইসলাম-হোসনেয়ারা (পুষ্প) ইসলামী ফাউন্ডেশন ও হাফিজিয়া মাদ্রাসা এ সভার আয়োজন করে।

নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে সিটি মেয়র আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ইতিমধ্যে পূরণ হয়েছে এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা অচিরেই বাস্তবায়িত হবে।’

মেয়র আরও বলেন, ‘মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মাদকের সঙ্গে আপস না করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. আবদুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশন-খুলনার বিভাগীয় কার্যালয়ের পরিচালক একেএম ফজলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম কামাল হোসেন, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী এনায়েত আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত