Ajker Patrika

প্রচারের শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৯: ৫২
প্রচারের শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পঞ্চম ধাপে সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামীকাল বুধবার। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। গতকাল সোমবার মধ্যরাত থেকে নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এদিন প্রার্থীরা গ্রামে-গঞ্জে প্রচারে ব্যস্ত সময় পার করেছেন।

জানা যায়, নির্বাচনী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী এলাকাগুলোতে কোনো সাধারণ ছুটি থাকছে না। তবে নির্বাচনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ ছুটির আওতায় থাকবেন। এ ছাড়া ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবেন ভোটাররা।

গজারিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী জানান, ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৩৬ জন এবং সংরক্ষিত আসনে ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৬টি কেন্দ্রে ৪৫০টি বুথে ভোট গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন হোসেন জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ইউনিয়ন পর্যায়ের ভোটকেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হবে। শুধু ভোটের দিন সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত